E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ উপনির্বাচন রবিবার

২০১৪ আগস্ট ২৩ ১২:৫২:৪৬
উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ উপনির্বাচন রবিবার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ উপনির্বাচন রবিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ২২ হাজার ৪শত ৬৯ জন। ১০ টি কেন্দ্রে ৫৫ বুথে গিয়ে ভোট প্রধান করবেন।

উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।

এদিকে, নির্বাচনকে ঘিরে বিএনপি’র সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গাজী ও আ’লীগ নেতা খালেদ দেওয়ানের লোকজন একে অপরের দলের নেতা কর্মীদেরকে ভয়-ভীতি দেখানো ও মোটরসাইকে নিয়ে স্বশস্ত্র মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা অভিযোগ রয়েছে। এতে ভোটের দিন উভয়ের নেতাকর্মীরা কেন্দ্র দখল করতে মরিয়া হয়ে উঠেছেন বলেও জানা যায় এবং ঐ দিন উভয় দলের নেতা কর্মীদের মাঝে সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় ভোটাররা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার নাছির উদ্দিন চৌধুরী জানান, নির্বাচনের দিন অপৃতিকর ঘটনা এড়াতে মেজিষ্টেটের পাশাপশি পুলিশের সাথে এলিটফোর্সের সদস্যরা সার্বক্ষনিক তদারকি করবেন। সমস্যা দেখা দিলেই ভোট গ্রহণ বন্ধ করার নির্দেশনা রয়েছে।

রায়পুর থানার ওসি এ, কে, এম, মঞ্জুরুল হক আখন্দ বলেন, ওই ইউনিয়নের উপ-নির্বাচনের দিন আইন শৃঙ্খলার নিয়ন্ত্রনে রাখার জন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

(এমআরএস/এইচআর/আগস্ট ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test