E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালীতে ইউএনওসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

২০২১ জানুয়ারি ২১ ২১:৫৮:৩১
পটুয়াখালীতে ইউএনওসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী অফিসারসহ ৬জনের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় সমবায় সমিতির সভাপতি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র নির্বাচন ঘিরে অস্বচ্ছতা দেখা দেয়ার ঘটনায় চলতি মাসের ১৮ তারিখ দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বিআরডিবি’র নির্বাচন ঘিরে ২৩টি সমিতির ভোটার বাদ দিয়ে গতবছরের ২১ ডিসেম্বর ভোটার তালিকা প্রনয়ন করে উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি। অস্বচ্ছ ভোটার তালিকা দিয়ে নির্বাচন নয় এমন দাবিতে চলতি মাসের ১৮ তারিখ দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নির্বাচনের স্থগিতাদেশ ও যথাযথ কারণ দর্শানোর আর্জি করে মামলার বাদী বাঁশবাড়িয়ার সমবায় সমিতি’র সভাপতি মোহাম্মদ হোসেন।

মামলায় দশমিনা উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী জেলা সমবায় অফিসার, দশমিনা কৃষি অফিসার, দশামিনা পল্লী উন্নয়ন অফিসার, দশমিনা সমবায় কর্মকর্তা ও দশমিনা কেন্দ্রিয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যকে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞ বিচারক বুধবার ওই নির্বাচন সাময়িক স্থগিতাদেশসহ ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বিবাদীদের বিরুদ্ধে আদেশ দেন।

মামলার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, আমাদের বিরুদ্ধে একটি মামলা করার খবর জানি। আমি আদালতের নোটিশ পেয়েছি, যেহেতু নির্বাচনের স্থাগিতাদেশ দিয়েছে তাই নির্বাচন বন্ধ করে দিয়েছি।

(এনসি/এসপি/জানুয়ারি ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test