E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় বরফকলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

২০২১ জানুয়ারি ২২ ১৬:০৬:২১
পাথরঘাটায় বরফকলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় মোল্লা আইস ফ্যাক্টরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বরফ কলের মিস্ত্রি মো. শাহজাহান ওরফে সম্রাট (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের পাথরঘাটা হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বরফ কল সংলগ্ন আশেপাশের এলাকায় অর্ধ শতাধিক মানুষ গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরও প্রাথমিক চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডেরশাহাদাত নগর এলাকায়।

বরফ কলের মিস্ত্রি মো. শাহজাহান ওরফে সম্রাট পিরোজপুরে পাড়েরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত মোল্লা আইস ফ্যাক্টরি নামের বরফকলটির মালিকের নাম আলম মোল্লা।

পাথরঘাটা ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা বলেন, পাথরঘাটার শাহাদাত নগরে মোল্লা আইস ফ্যাক্টরী নামে একটি বরফকল মিলে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই বরফ কলের মিস্ত্রি মো. শাহজাহান ওরফে সম্রাট নিহত হয়েছেন। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও অন্তত ৩০ জন আহতর প্রাথমিক খবর পাওয়া গেছে। ওই ৩০ জনকে পাথরঘাটা হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে।

ওই সূত্রটি আরও জানায়, মোল্লা আইস ফ্যাক্টরীর আশপাশ এলাকায় আরও ৫০ জনেরও বেশী গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরও প্রাথমিক চিকিৎসা চলছে।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, আহতদের সর্বাত্মক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তবে সবারই অক্সিজেন প্রয়োজন হওয়ায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে।

(এটি/এসপি/জানুয়ারি ২২, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test