E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় ৪৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

২০২১ জানুয়ারি ২৩ ১৫:৪৪:০১
কলাপাড়ায় ৪৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহীন, দুঃস্থ্য, অসহায় ও স্বামী পরিত্যক্ত ৪৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের উপহারের ঘর। শনিবার কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘরের দলিল হস্তান্তর করা হয়। উদ্ধোধনী দিনে ২৩৫ পরিবারকে দলিল হস্তান্তর করা হয়।

উপজেলার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার অসহায় এ পরিবারগুলো ঘরের দলিল পেয়ে খুশি ও আনন্দিত। তারা এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া সহকারী কমিশনার(ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন ও উপকারভোগী সদস্যরা।

(এম/এসপি/জানুয়ারি ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test