E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে মুজিব শতবর্ষে ঘর পেলেন ৩০২২টি পরিবার 

২০২১ জানুয়ারি ২৩ ১৭:১২:৩৩
দিনাজপুরে মুজিব শতবর্ষে ঘর পেলেন ৩০২২টি পরিবার 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে দিনাজপুরে প্রথম পর্যায়ে ৩ হাজার ২২টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারের কাছে বাড়ীর মালিকানার দলিল তুলে দেয়া হয়েছে।


আজ শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কাছ থেকে পরিবারগুলো মাথা গোজার ঠাঁই ঘরবাড়ী উপহার পেয়েছে।

দিনাজপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রথম দফায় ১’শ ৫৮টি পরিবারের কাছে সেমিপাকা ঘরবাড়ীর দলিল হস্থান্তর করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম মাগফুরুল হাসান আব্বাসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার,উপজেলা ভাইস-চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগসহ অন্যান্যরা।

এছাড়াও বিরল বোচাগঞ্জ এবং হাকিমপুরসহ জেলার ১৩টি উপজেলায় আলাদাভাবে তুলে দেওয়া হয়েছে ৩ হাজার ২২টি পরিবারকে বাড়ীর মালিকানার দলিল। একক গৃহ নির্মানে প্রথম পর্যায়ে ৪ হাজার ৭’শ ৬৪টি ঘর নির্মানের অর্থ মিলেছে ৮১ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার টাকা। দিনাজপুর জেলায় ৬৬ হাজার ১’শ ৮৯ টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে ঘরবাড়ী মালিকানা তুলে দেওয়ার তালিকা প্রণয়ন করেছে জেলা প্রশাসন। গড়ে তোলা হচ্ছে ১’শ ৭২টি “জয় বাংলা ভিলেজ”।

অন্যদিকে পৃথক অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম দিনাজপুর সদরের দরিদ্র কৃষকের ৬৬টি গ্রুপকে ১’শ ৫৯টি উন্নতমানের কৃষিযন্ত্রপাতি এবং পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে ২১টি বাইসাইকেল তুলে দেন।

(এস/এসপি/জানুয়ারি ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test