E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ১০৫৬ ভূমিহীন ও গৃহহীনদের হাতে বাড়ি হস্তান্তর

২০২১ জানুয়ারি ২৩ ১৭:২১:৩২
নওগাঁয় ১০৫৬ ভূমিহীন ও গৃহহীনদের হাতে বাড়ি হস্তান্তর

নওগাঁ প্রতিনিধি : সারা দেশের ন্যায় নওগাঁ জেলার ১১টি উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রথম ধাপে ১ হাজার ৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি প্রদান করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে নওগাঁ জেলার ১০৫৬টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের উদ্বোধন ঘোষনা করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এসময় জেলার সাপাহার উপজেলা হলরুমে সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের হাতে ১২০টি বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করেন। এদিন তিনি পর্যায়ক্রমে তার নির্বাচনী এলাকা পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলায় তালিকাভুক্ত গৃহহীনদের হাতে বাড়ির চাবি ও দলিল তুলে দেন।

অনষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। গৃহহীনরা গৃহ পাচ্ছেন। সারা পৃথিবীর কোন দেশে গৃহহীনদের গৃহ দেয়া হয়নি। শেখ হাসিনা গৃহ দিয়ে নজির সৃষ্টি করেছেন। তিনি আজ প্রায় ৬৭ হাজার গৃহহীন পরিবারকে গৃহ দিচ্ছেন। ভবিষ্যতে আরও আট লক্ষাধীক গৃহহীন পরিবারকে গৃহ দেয়া হবে। যারা গৃহ পাননি তাদের মন খারাপ করার কিছু নেই সবাই পাবেন।

তিন আরও বলেন, অনেকেই সমালোচনা করছেন। তারা অভ্যাসগত ভাবে সমালোচনা করবেই। তিনি বলেন, যে হাঁেট তার হোঁচট্ লাগতেই পারে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিজের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান। তার আসনের তিনটি উপজেলায় কম খরচে ভালভাবে গৃহ নির্মাণ করায় তিনি স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ দেন এবং সন্তোষ প্রকাশ করেন।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর অঙ্গিকার মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। সে অনুযায়ী এ উপজেলায় প্রকৃত ভূমিহীন, গৃহহীন ও প্রতিবন্ধী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ১২০টি পরিবারের মাঝে ২ রুম বিশিষ্ট গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইব্রাহিম , উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী প্রমূখ।

(বিএস/এসপি/জানুয়ারি ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test