E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনা পৌর নির্বাচনের প্রার্থীদের প্রতি ঐক্য ন্যাপের আহ্বান

২০২১ জানুয়ারি ২৪ ১৯:১৮:২৩
পাবনা পৌর নির্বাচনের প্রার্থীদের প্রতি ঐক্য ন্যাপের আহ্বান

স্টাফ রিপোর্টার : ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য ও পাবনা জেলা কমিটির সভাপতি, প্রখ্যাত সাংবাদিক রণেশ মৈত্র ও সম্পাদক আপেল মাহমুদ এক যুক্ত বিবৃতিতে আগামী ২০শে জানুয়ারি পাবনার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতি নির্বাচিত হলে নিম্নোক্ত কর্মসূচী পাবনাবাসীর স্বার্থে কার্য্যকর করার প্রতিশ্রুতি ঘোষণার জন্য আহ্বান জানিয়েছেন:

এক. ইছামতী নদী সংস্কার, অবৈধ দখলদারদের উচ্ছেদ, সি এস খতিয়ান অনুয়ায়ী ইছামতীকে প্রশস্তকরণ ও ব্যাপক ড্রেজিং এর মাধ্যমে নদীর গভীরতা নিশ্চিত করে ইছামতিকে প্রবহমান করার লক্ষ্যে সরকার, পানি উন্নয়ন বোর্ডসহ সকলের উপর জনগণকে নিয়ে চাপ প্রদান; দুই. পাবনা পৌর এলাকার সকল রাস্তার উভয় পার্শ্বে সুগভীর পাকা নর্দমা নির্মাণ ও পানি নিষ্কাষণের সুব্যবস্থা আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করন; তিন. শহরের সকল জনবহুল এলাকায় আগামী এক বছরের মধ্যে পাবলিক টয়লেট নির্মাণ ও পানির ট্যাপ বসিয়ে দিবারাত্র পানি সরবরাহের ব্যবস্থা করন। টয়লেটগুলিতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা; পাঁচ. পাবনা শহরের বিভিন্ন এলাকায় প্রয়োজনমত স্থায়ী ও মজবুত ডাস্টবিন নির্মাণ ও গভীর রাতে ট্রাকে করে সেগুলি থেকে বর্জ্য দূরবর্তী কোন স্থানে নিয়ে পুঁতে রাখার ব্যবস্থা করন; ছয়. হরিজনদের কলোনীর সন্নিকটে তাদের সন্তানদের বিনাব্যয়ে শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি হাইস্কুল প্রতিষ্ঠা করে তা পরিচালনার দায়িত্ব পৌরসভার হাতে রাখার ব্যবস্থা; সাত. পৌর এলাকার সকল কাঁচা রাস্তাকে প্রশস্ত ও পাকা এবং সকল রাস্তায় স্ট্রীট লাইটের ব্যবস্থা করন; আট. পৌর এলাকার বাজারগুলির পরিচ্ছন্নতা সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ।

কেমিক্যাল মুক্ত মাছ, খাঁটি দুধ ধূলিমুক্ত সকল খাদ্যপণ্য যাতে খদ্দেররা কিনতে পারেন এবং ওজন ঠিকমত হয় তার ব্যবস্থা করন; নয়. ক্রমবর্ধমান জনসংখ্যা ও চাহিদার কারণে কাঁচা বাজারের সংখ্যা বৃদ্ধি করে বিদ্যমান বাজারগুলিতে মানুষের চাপ হ্রাস করা; দশ. পাবনা বাংলাদেশের একটি প্রাচীন শহর। এখানে বৃদ্ধ-বৃদ্ধাদের স্বাস্থ্য সংরক্ষণের জন্য যান বাহন চলাচলমুক্ত নিরাপদ কোন ব্যবস্থা না থাকায় উন্মুক্ত মাঠ নির্মান ও নদীর (সংস্কারের সময়) উভয় পাশের্^ পাকা রাস্তা ও উভয় পাশেই সুবিধামত সিমেন্টের বেঞ্চ নির্মাণ, বৃক্ষরোপন এবং পানির ট্যাপ বসানো; এগার. পাবনা শহরের যানজট নিয়ন্ত্রণে দ্রুত কার্য্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচনের পর পরই প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের সাথে বসে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ ও সেই সিদ্ধান্তগুলি দ্রুত কার্য্যকর করন; বার. ক্যালিকো কটন মিল চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা গ্রহণ; তের. পাবনার পুরাতন টেলিফোন এক্সচেঞ্জ ভবনে ১৯৭১ এর ২৮ মার্চ পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক যুদ্ধে প্রায় ৩০ জন পাক-সেনার সকলকেই নিহত করে এক গৌরবোজ্জ্বল বিজয় অর্জিত হয়েছিল।

ঐ ভবন, তার সম্মুখস্থ মাঠ ও জলাশয় ভরাট করে বহুতল বিশিষ্ট একটি মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ করে তাতে জেলার সকল মুক্তিযোদ্ধাদের নাম খোদাইসহ মুক্তিযুদ্ধের সকল তথ্য, চিহ্ন, বইপত্র, পেপার কাটিং সংরক্ষণ করা; চৌদ্দ. পাবনা টাউন হল সমগ্র পাবনা জেলাবাসী তথা বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। এখানে ইংরেজ আমলে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, পরবর্তীতে শরৎ বোস (নেতাজী সুভাষ বোসের ভাই), মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, তাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, পীর হাবিবুর রহমান, বেগম সেলিনা বানু, সৈয়দ আলতাফ হোসেন, ড. কামাল হোসেন, রাশেদ খান মেনন, মওলানা আহমেদুর রহমান আজমী, পংকজ ভট্টাচার্য্য সহ দলমত নির্বিশেষে জাতীয় নেতৃবৃন্দ ভাষণ দিয়ে স্বাধীন, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গঠনে পাবনা বাসীকে উদ্দীপ্ত করেছেন বাংলাদেশের জাতীয় পতাকাও এখানেই প্রথম উত্তোলন করা হয়েছিল।

অথচ এই গৌরবোজ্জ্বল টাউন হল, তার বারান্দা, মঞ্চ এবং ভেতরের প্রশস্ত হল ঘর সম্প্রতি গুঁড়িয়ে দেওয়ায় পাবনার ইতিহাস ও গৌরব লাঞ্ছিত হয়েছে। তাই নতুন করে অবিকল ঐ টাউন হল নির্মাণ এবং তার এক পাশে বঙ্গবন্ধু ও অপর পাশে রবীন্দ্রনাথের ভাস্কর্য্য নির্মাণ। এই কর্মসূচীকে বিশেষভাবে প্রাধান্য দিতে হবে।

(পিআর/এসপি/জানুয়ারি ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test