E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩৩ লাখ টাকা ছিনতাই করেও বহাল তবিয়তে সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারী মনি

২০২১ জানুয়ারি ২৫ ১৯:১১:২১
৩৩ লাখ টাকা ছিনতাই করেও বহাল তবিয়তে সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারী মনি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা  : প্রকাশ্যে ৩৩ লাখ টাকা ছিনতাই করেও বহাল তবিয়তে সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারী শফিউল্লাহ মনি। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নাশকতাসহ আরো ৮টি মামলা। এসব মামলার বোঝা মাথায় নিয়েও প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। 

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে কামরুল ইসলাম জানান,পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী। হাট ও খামার থেকে গরু কিনে বিভিন্ন বাজারে বিক্রয় করেন। গত বছরের ২০ ডিসেম্বর দুপুর ২টার দিকে তলুইগাছার গরু ব্যবসায়ী আব্দুল খালেকের নিকট থেকে ৩২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে মটরসাইকেল যোগে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন। কিন্তু মাধবকাটি ছয়ঘোরিয়া মোড়ে পৌছলে একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে শহরের দক্ষিণ কাটিয়ার মৃত শেখ মোশারফ হোসেনের ছেলে জেলার শীর্ষ চোরাকারি শেখ শফিউল্লাহ মনি, রমজান মাস্টারের ছেলে বাবন হোসেন, পাটকেলঘাটার চৌগাছা গ্রামের হায়দার আলীর ছেলে টিপু সুলতান তার মোটর সাইকেলের গতিরোধ করে। সে সময় শফিউল্লাহ মনি তার মাথায় পিস্তল ঠেকিয়ে বাবন ও টিপুর সহযোগিতায় ওই টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এঘটনায় তিনি বাদী হয়ে ২৭ ডিসেম্বর শফিউল্লাহ মনিসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় ৬৪ নং মামলা দায়ের করেন।

মামলার প্রায় ২৮ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি জেলার শীর্ষ চোরাকারবারি মনি ও তার সহযোগীরা।

এ ব্যাপারে সোমবার রাত সাতায় মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ বাবুল এর কাছে জানতে চাইলে তিনি ০১৯১৭-৫৮১৯৫২ নম্বরে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।

(আরকে/এসপি/জানুয়ারি ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test