E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে ৩ ঘন্টার জন্য বন্ধ সকল ফার্মেসি 

২০২১ জানুয়ারি ২৬ ১৭:৫৮:৪০
ঠাকুরগাঁওয়ে ৩ ঘন্টার জন্য বন্ধ সকল ফার্মেসি 

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ভ্রাম্যমান আদালত কর্তৃক বিদেশি ওষুধ বাজেয়াপ্ত করায় ঠাকুরগাঁওয়ে জেলার সব ধরনের ওষুধ বিক্রয় ও বিপণন কেন্দ্র এবং ফার্মেসি ৩ ঘন্টার জন্য বন্ধ থাকে। 

গত সোমবার বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফার্মেসি বন্ধের এ কর্মসূচী পালন করে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা।

ভুক্তোভোগীদের অভিযোগে জানা যায়, সোমবার জেলার ড্রাগ সুপার জাহেদুল ইসলাম নির্বাহী মেজিস্ট্রেট আবদুল কাইউমকে সাথে নিয়ে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তারা জেলা ফায়ার সার্ভিসের সামনে এস এম ফার্মেসিতে অভিযান পরিচালনা করে বেশ কিছু বিদেশি ওষুধ পান এবং যেগুলোর কোড নং তারা বুঝতে না পারায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট আবদুল কাইউম ফার্মেসির মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন। এসময় ড্রাগ সুপার জাহেদুল ইসলাম প্রায় ৫০ হাজার টাকা সম মূল্যের বিদেশি ওষুধ সাথে নিয়ে যেতে চাইলে ওষুধ ব্যবসায়ীদের চাপের মুখে তিনি সেসব ফেরত দেন। এর পরই জেলার সকল ফার্মেসি বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা।

বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আজিজুর রহমান এবং সাধারন সম্পাদক মো: আজিজুল জানান, জেলা ড্রাগ সুপার জাহেদুল ইসলাম টাঙ্গাইল জেলা থেকে গত বছরের ডিসেম্বরের ১০ তারিখে এ জেলায় যোগদান করলেও এখনো পর্যন্ত জেলার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাথে বসেননি। এছাড়াও তিনি অন্যায়ভাবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন বলে আমরা এ সিদ্ধান্ত নিয়েছিলাম। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সাথে আমাদের এক বৈঠকের আহবান জানানো হয়েছে। উক্ত বিষয়ে সঠিক সমাধান না পেলে পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।

(ওএস/এসপি/জানুয়ারি ২৬, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test