E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলারোয়া পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

২০২১ জানুয়ারি ৩০ ১১:২৮:০৫
কলারোয়া পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শনিবার সকাল ৮টা থেকে সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কলারোয়ার ১০ নং গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা যায়।

শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনছার ভিডিপি নিয়োজিত রয়েছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টাণিং অফিসার মোঃ নাজমুল কবির জানান, কলারোয়া পৌরসভায় ৯টি কেন্দ্রে ৬৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এই নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দিতা করছেন। তবে স্বতন্ত্র দু’ প্রার্থী আক্তারুল ইসলা, ১৮ জানুয়ারি ও সাজেদুর রহমান খান চৌধুরী ২৯ জানুয়ারি সংবাদ সস্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

তিনি আরো জানান, কলারোয়া পৌরসভায় ২১ হাজার ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৮৫ জন ও নারী ভোটার রয়েছে ১০ হাজার ৯৯৬ জন।

(আরকে/এসপি/জানুয়ারি ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test