E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূঞাপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

২০২১ জানুয়ারি ৩০ ১৩:২৩:২৫
ভূঞাপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গুরুতর আহতাবস্থায় ৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপসতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে ৮ জনের নাম জানাগেছে। তারা হচ্ছেন- কমলা বেগম(৫০), আ. রহমান(২৬), ময়েন উদ্দিন(৫০), খায়রুল(২০), দুলাল(৩৫), আছাদুল(২০), সূচী বেগম(৫৫), সহিতন(৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১ নম্বর ওয়ার্ডের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী জাহিদ হোসেনের (উটপাখি) সমর্থকরা অপর প্রার্থী আনোয়ার হোসেনের(পানির বোতল) সমর্থকদের উপর চড়াও হয়। এ সময় জাহিদ হোসেনের সমর্থক কুতুবপুর গ্রামের আহেজ উদ্দিনের দুই ছেলে রহম আলী(৩৮) ও বাবু মিয়া ওরফে পিস্তল বাবু(৩৫) রামদা নিয়ে ভোট কেন্দ্রে হামলা চালায়।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন জানান, নির্বাচনী সহিংসতায় আহত হয়ে ৮ জন হাসপাতালে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে ৩জনের অনস্থা আশঙ্কাজনক।

(আরকেপি/এসপি/জানুয়ারি ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test