E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ার পাঁচ পৌরসভায় দুটিতে আ. লীগ ও বিএনপির দুইজনসহ বিদ্রোহী প্রার্থী জয়ী

২০২১ জানুয়ারি ৩০ ২৩:২৪:৩৯
বগুড়ার পাঁচ পৌরসভায় দুটিতে আ. লীগ ও বিএনপির দুইজনসহ বিদ্রোহী প্রার্থী জয়ী

বগুড়া প্রতিনিধি : বগুড়ার পাঁচটি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক দুটিতে, বিএনপির ধানের শীষ দুটিতে ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

শনিবার (৩০ জানুয়ারী) শিবগঞ্জ, নন্দীগ্রাম, গাবতলী, কাহালু ও ধুনট পৌরসভায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক মেয়র পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান মতিন পেয়েছেন ২ হাজার ৩৬৬ ভোট।

নন্দীগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছার রহমান নৌকা প্রতীকে ৭ হাজার ৬৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির প্রার্থী সুশান্ত কুমার শান্ত ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৮৩ ভোট।

গাবতলী পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী মোমিনুল হক শিলু নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৪৫ ভোট।

কাহালু পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নান ধানের শীষ প্রতীকে ৫ হাজার ২৮১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৯০ ভোট।

ধুনট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৯০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী টিআইএম নুরুন্নবী তারিক নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৩২ ভোট এবং বিএনপি মনোনীত সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট।

(আর/এসপি/জানুয়ারি ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test