E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিদ্যুৎ বিভাগের পিচরেট কর্মচারীদের বিক্ষোভ

২০২১ ফেব্রুয়ারি ০২ ১৬:০৪:৩০
নীলফামারীতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিদ্যুৎ বিভাগের পিচরেট কর্মচারীদের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি : কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে বিদ্যুৎ বিভাগের পিচরেট কর্মচারীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে । নীলফামারীতে টানা ১১তম দিনে পদার্পণ করেছে বিদ্যুত বিভাগের কর্মচারীদের কর্মবিরতি । চাকরি স্থায়ীকরণের দাবিতে পিচরেড কর্মচারী ঐক্য পরিষদ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেছে, এরই ধারারাবাহিকতায় কাফনের কাপড় মাথায় বেঁধে শহরে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত বিদ্যুত বিভাগের পিচরেট কর্মচারীরা ।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার পর থেকে নীলফামারী নির্বাহী প্রকৌশনীর কার্যালয়ের সামনে নীলফামারীর আশপাশের জেলা থেকে বিদ্যুৎ বিভাগের পিচরেট কর্মচারীরা সমবেত হয় । চাকুরী স্থায়ীকরণের দাবিতে আন্দোলনকারীদের শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে পড়ে । এরপর প্রায় ২৫০-৩০০ বিক্ষোভকারী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করে ।

পিচরেড কর্মচারী ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় সভাপতি আবুল হোসেন, পরিষদের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মাসুম, পরিষদের রংপুর বিভাগীয় সভাপতি শেখ ফারুক হাসান, পরিষদের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক কালি শংকর রায়, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, সৈয়দপুর পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ খোকন মিয়া, পঞ্চগড়ের সভাপতি আপেল মাহমুদ বিক্ষোভ মিছিলের পর আগত পিচরেট কর্মচারীদের প্রতি বক্তব্য রাখেন ।

(কে/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test