E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার সাবেক সংসদ মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

২০২১ ফেব্রুয়ারি ০২ ১৭:৪৬:১৬
সাতক্ষীরার সাবেক সংসদ মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক দুইবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে ---- রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। করোনা আক্রান্ত হয়ে গত ডিসেম্বর মাস থেকে ঢাকার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার রাত সোয়া ১১ টায় সেখানেই শেষ নি:শ^াস ত্যাগ করেন তিনি।

সাবেক পূর্ব পাকিস্তান আমল থেকে ছাত্রলীগের সাধারণ কর্মী হিসেবে রাজনীতিতে হাতে খড়ি তার। এ সময় থেকে সকল রাজনৈতিক আন্দোলন এবং বঙ্গবন্ধুর ৬ দফা ও ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফার পক্ষে আন্দোলন করে রাজনীতির প্রথম সারিতে আসেন তিনি। এরপর আগরতলা ষড়যন্ত্র মামলা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি। এরপর ১৯৬৯ এর গনআন্দোলনে সংগ্রামী ভূমিকা রাখেন তিনি। ১৯৭১ এ মুনসুর আহমেদ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ৯ নং সেক্টরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক মন্ত্রি তোফায়েল আহমেদের সঙ্গে একসাথে থেকে বীর সৈনিকের দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৭২ সালে মুনসুর আহমেদকে দেবহাটার পারুলিয়ায় রিলিফ কমিটির চেয়ারম্যান মনোনীত করে সরকার। এরপর ১৯৭৩ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি। পরপর ৩ বার একই ইউনিয়নের চেয়ারম্যান হওয়া মুনসুর আহমেদকে ১৯৭৫ সালে বিশেষ ক্ষমতা আইনে আটক করে তৎকালিন জিয়াউর রহমানের সরকার। তিনি টানা ২২ মাস কারাবন্দী থাকা অবস্থায় নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন।
১৯৮০ সালে মুনসুর আহমেদ মহকুমা আওয়ামী লীগের প্রানপুরুষ সৈয়দ কামাল বখত সাকীর সাহচর্য্যে তার প্যানেলভূক্ত হয়ে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৮৪তে সাতক্ষীরা জেলা ঘোষিত হওয়ার পর থেকে সর্বশেষ ১৯৯৮ সাল পর্যন্ত প্রায় ১৯ বছর যাবত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মুনসুর আহমেদ।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মুনসুর আহমেদ ১৯৮৬ এর সংসদ নির্বাচনে সাতক্ষীরার দেবহাটা-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনেও একইভাবে তিনি একই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ এর নির্বাচনে তিনি সামান্য ভোটে পরাজিত হন। ২০০১ সালের নির্বাচনে তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হকের নির্বাচনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। ২০০৮ এর নির্বাচনে তিনি শ্যামনগর ও আংশিক কালিগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে মহাজোট প্রার্থীর পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

২০১১ সালে বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়। ২০১৬ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। এর আগে ২০১৫ সালে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। একইভাবে ২০২১ সালে তিনি জেলা আওয়ামী লীগের দ্বিতীয় দফার সভাপতি নির্বাচিত হন। সদ্য গঠিত এই কমিটির প্রথম মিটিংও তিনি করে যেতে পারেননি। তিনি টানা ৪০ বছর আওয়ামী লীগের সাথে জড়িত থেকে দল ও আন্দোলনকে এগিয়ে নিয়েছেন।

অত্যন্ত সদালাপী, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, বন্ধুবাৎসল এই বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার পুত্রসন্তান ও ডাক্তার কন্যাসন্তান রেখে গেছেন। কিছুদিন আগে তার পতœীবিয়োগ ঘটে।

তার মৃত্যুতে সাতক্ষীরা জেলার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরা শহীন আব্দুর রাজ্জাক পার্কে তার স্মরনে স্মরনকালের বৃহৎ জানাযা অনুষ্ঠিত হয়। জেলার সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। মরহুমের বিদেহী আত্মার রুহের মাগফেরাৎ কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি এটর্ণি জেনারেল সুজিত কুমার চ্যাটার্জী।

জানাযায় অংশগ্রহন করে মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাংসদ ডা. আফম রুহুল হক, সাংসদ এসএম জগলুল হায়দার , সাবেক সাংসদ একে ফজলুল হক, সাবেক সাংসদ বিএম নজরুল ইসলাম, সাবেক সাংসদ ডা. মোখলেসুর রহমান, সাবেক সাংসদ প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোশাররফ হোসেন মশু ।

বিকেল চারটায় কালিগঞ্জের নলতায় খানবাহাদুর আহছানিয়া মিশনের শাহী মসজিদে দ্বিতীয় দফা নামাজে জানাযা ও বিকেল ৫টায় দেবহাটার পারুলিয়া হাইস্কুল মাঠে তৃতীয় নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক গোরস্থান পারুলিয়ায় স্ত্রী নুরজাহানের পাশে দাফন করা হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মওলানা সাইফুল ইসলাম।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test