E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোমরা বন্দরে অননুমোদিত তিন ট্রাক শ্যামা চাল উদ্ধার 

২০২১ ফেব্রুয়ারি ০৫ ১৫:২১:১৬
ভোমরা বন্দরে অননুমোদিত তিন ট্রাক শ্যামা চাল উদ্ধার 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কম রাজস্বের নন বাসমতি চালের ঘোষণা দিয়ে বাংলাদেশে রপ্তানির তালিকায় না থাকা তিন ট্রাক শ্যামা চাল আটক করা হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ভোমরা শাখার কণিষ্ট মাঠ কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদারের নেতৃত্বে ভোমরাস্থল বন্দর ইয়ার্ড থেকে এ চাল আটক করা হয়।

ভোমরা বন্দর সূত্রে জানা গেছে, পহেলা ফেব্র“য়ারী ওই তিনট্রাক ভারতীয় শ্যামা চাল ভোমরাস্থল বন্দর ইয়ার্ডে প্রবেশ করে। কিন্তু ওই চালের অনুমোদন বাংলাদেশে না থাকায় সেখানেই ছিলো। আমদানীকারক প্রতিষ্ঠান সুলতানপুর বড় বাজারে পলাশ ট্রেডার্স এবং সিএন্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্স ভোমরা মোটা চালের অনুমোদন নিয়ে চালগুলো আমদানি করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর এনএসআই অফিস এবং কাস্টমস অফিস যৌথ অভিযান পরিচালনা করে তিনটি ট্রাক (ট্রাক গুলোর নং (ডই ২৩ই-০৩৫৫, ডই ৬৫ই-৪৭১৬, ডই ২৩ই-৬৬৩১) উক্ত চালগুলো আটক করে।

অভিযানে ট্রাক তিনটিতে বাংলাদেশে অননুমোদিত ১৪০৭ বস্তা (৮৪৪২০ কেজি) শ্যামা চাল এবং ৪৩ বস্তা(২৫৮০ কেজি) সিদ্ধ চাল উদ্ধার করা হয়। যা বর্তমানে ভোমরা স্থলবন্দর গোডাউন নং ১ এ সিলগালা অবস্থায় সংরক্ষিত রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

এ ব্যাপারে ভোমরা কাস্টসম এর সহকারি কমিশনার আমীর মামুন বলেন, আটককৃত চাল সরকারি পার্কিং এ নামিয়ে রাখা হয়েছে। কাগজপত্র যাঁচাই করে শনিবার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test