E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে একই পরিবারের চারজন, ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট

২০২১ ফেব্রুয়ারি ০৫ ১৫:২৫:২১
কালিগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে একই পরিবারের চারজন, ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অজ্ঞান পার্টির সদস্যরা একই পরিবারের চারজনকে অচেতন করে বাড়ির গ্রীলের তালা ভেঙে নগদ টাকা ও সোনার গহনাসহ চার লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। বৃহষ্পতিবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন চারজনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরা হলেন, উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের সুরত আলী মোড়লের ছেলে সালাহউদ্দিন মোড়ল(৫২), তার স্ত্রী খাদিজা খাতুন (৪০), মেয়ে কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী হানিফা খাতুন (১৪) ও একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাকিয়া সুলতানা(১২)।

পশ্চিম নারায়ণপুর গ্রামের সুবেদ আলী মোড়ল জানান, তাদের বাড়ির পাশে কলুপাড়ায় বৃহষ্পতিবার রাতে মাহফিল অনুষ্ঠিত হয়। রাত ১২টার দিকে তার ভাই সালাহউদ্দিন ও স্ত্রী ও দু’ মেয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। শুক্রবার সকালে ভাইয়ের ছোট মেয়ে তাকিয়া সুলতানার ঘুম ভেঙে যায়। সে বাবা, মা ও বোনকে ডেকে সাড়া না পাওয়ায় তাকে বিষয়টি অবহিত করে। তারা যেয়ে বাড়ির গ্রীলের দরজার তালা ও গ্রীল কাটা অবস্থায় দেখতে পান। ঘরের মধ্যে জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল।

পরে তিনি জানতে পারেন যে চেতাননাশক স্প্রে করে অথবা খাবারের মধ্যে চেতনানশক স্প্রে করে পরিবারের চারজন অচেতন হয়ে পড়ার পর অজ্ঞান পার্টির সদস্যরা নগত ৭৩ হাজার টাকা , চার ভরি ওজনের সোনার গহনাসহ চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। সৌভাগ্যবশতঃ ছোট মেয়ে তাকিয়ার ঘুম ভেঙে যায়। পরবর্তীতে পরিবারের চারজনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তাহাজ্জুত হোসেন জানান, হানিফা ও তাকিয়া শঙ্কামুক্ত। তবে ৪৮ ঘণ্টা পার না হলে সালাহউদ্দিন ও খাদিজার অবস্থার কথা বলা যাবে না। তবে কি ধরণের চেতনা নাশক ব্যবহার করা হয়েছে তা পরীক্ষা না করে বলা যাবে না বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, এ ব্যাপারে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test