E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কটিয়াদীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

২০২১ ফেব্রুয়ারি ০৫ ১৭:০২:২৩
কটিয়াদীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শোভাযাত্রাটি উপজেলা পরিষদের গেইট থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

এতে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, আলোর ভুবন পাঠাগারের সভাপতি কবি আব্দুল্লাহ আল মামুন, গ্রন্থাগার সংগঠক চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, রক্তদান সমিতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, দীপশিখা গ্রন্থাগার ও সংগ্রহশালার অর্থ সম্পাদক সাকিবুল হাসান সোহাগ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সিএইচসিপি অ্যাসোশিয়েশনের সভাপতি কাজী আনোয়ার হোসেন, নারীনেত্রী লুৎফা আক্তার, সংস্কৃতিকর্মী রায়হান আহমেদ, ছাত্রনেতা সঞ্জয় রায় তপু, মোশাররফ হোসেন, নন্দন বিশ্বাস, রাহাত সাদ, আশরাফিজুর রহমান হৃদয়, ফুয়াদ হাসান আদর, একেএম মুশফিকুর রহমান রবিন, অলি উল্লাহ শামীম, আহসান হাবীব, আরিফুল ইসলাম আকাশ, রবিউল ইসলাম সানি, হাসানুর রহমান সাকিন, আহসানুর রহমান আবির প্রমূখ।

(ডিডি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test