E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিজস্ব ভূমির উপর দিয়ে কুদালিছড়া বাঁধ নির্মাণে এগিয়ে এলেন ব্যবসায়ী

২০২১ ফেব্রুয়ারি ০৫ ১৭:০৭:৩৯
নিজস্ব ভূমির উপর দিয়ে কুদালিছড়া বাঁধ নির্মাণে এগিয়ে এলেন ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার কুদালিছড়া খাল খননে প্রায় আড়াই কিলোমিটার জায়গা জুড়ে ব্যক্তি মালিকানাধীন ভূমির উপর বাঁধ নির্মাণে এগিয়ে এলেন এসকে এল এগ্রো ফার্মের স্বত্তাধিকারী ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আহমদ মুকিদ নামে এক ব্যবসায়ী।

নিজের ভুমির উপর দিয়ে বাঁধ নির্মানের ফলে সেখানো লাগানো সেগুণ, ইউকালেক্টার, আকাশি, বেলজিয়াম, শিমুল, কদম, আম, কাঠাল, কোলবড়ই ও পেয়ারাসহ ৬ থেকে ৭ শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ কাটা পড়বে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), মেম্বার,পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, ঠিকাদারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে নিজের ভুমির উপর দিয়ে বাঁধ নির্মানে রাজি হন তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের ছিকরাইল এলাকার অকিয়ার খাল থেকে কালিয়ারগাঁও মৌজার গ্রাম শ্রীমঙ্গল পর্যন্ত বিস্তৃত প্রায় আড়াই কিলোমিটার জায়গা জুড়ে এসকে এল ফার্মের পাড় ঘেষে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খনন হচ্ছে কুদালিছড়া খাল। খাল খননে একদিকে বাঁধ নির্মাণের জন্য পর্যাপ্ত সরকারি জায়গা থাকলেও অপর প্রান্তে বাঁধ নির্মাণের জন্য সরকারি জায়গা না থাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে এসকে এল ফার্মের স্বত্তাধিকারী সৈয়দ আহমদ মুকিদ তাঁর নিজস্ব মালিকানাধীন ভুমির উপর দিয়ে বাঁধ নির্মাণে এগিয়ে আসেন এই ব্যবসায়ী। বাঁধ নির্মাণের ফলে বিশাল ওই ভুমির উপর লাগানো ৭শতাধিক বনজ ও ফলজ বৃক্ষ কাটা পড়বে বলে দাবি করেন তিনি।

এসকে এল ফার্মের স্বত্তাধিকারী সৈয়দ আহমদ মুকিদ এর বিরুদ্ধে স্থানীয় একটি মহলের দীর্ঘদিনের অভিযোগ ছিলো সরকারি ভুমি দখলের। তবে কুদালিছড়া খাল খননের প্রয়োজনে উপজেলা ভুমি অফিসের মাধ্যমে সার্ভে করে সরকারি ভুমি দখলের কোন সত্যতা পাননি বলে জানান সৈয়দ মুকিদ।

বৃহস্পতিবার খাল খননের সময় দেখা হয় এসকে এল ফার্মের স্বত্তাধিকারী সৈয়দ আহমদ মুকিদ এর সাথে। এসময় তিনি বলেন, আমার বিরুদ্ধে সরকারি খাল দখল করার যে অভিযোগে গিয়াসনগর ইউ.পি’র ৪নং ওয়ার্ডের সদস্য শামিম আহমেদ এবং কতিপয় ব্যাক্তি করে আসছে, তা যে ডাহা মিথ্যা তা এই জরিপের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

যুক্তরাজ্য প্রবাসী এই ব্যবসায়ী বলেন, বর্তমান ইউ পি সদস্য এবং কিছু সংখ্যক ব্যক্তিবর্গ অন্যায় ফায়দা হাসিলের উদ্দ্যেশে আমার প্রতিষ্টান ধ্বংস এবং আমার সম্মানহানি করার ষড়যন্ত্রে মেতে উঠে। আমি একজন প্রতিষ্টিত ব্যবসায়ী। আমাকে ঘায়েল ও হয়রানি করার জন্য ইউ.পি সদস্য শামিম আহমেদ কুচক্রীমহলকে সঙ্গে নিয়ে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছিল। আমার সুনাম ও উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান ফরহাদ বলেন,কুদালিছড়া খাল খনন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে,আর খাল খনন করতে গিয়ে কোন রকম বাঁধার সম্মুখিন হচ্ছিনা

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test