E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে প্রথম ভ্যাকসিন নিলেন সাংসদ নেছার আহমেদ 

২০২১ ফেব্রুয়ারি ০৭ ১৪:০৮:১৮
মৌলভীবাজারে প্রথম ভ্যাকসিন নিলেন সাংসদ নেছার আহমেদ 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রথম ভ্যাকসিন নিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ এমপি।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ফিতা কেটে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সেখানে স্থাপিত বুথে টিকা নেন সংসদ সদস্য নেছার আহমেদ।

৮ টি বুথে একই সময়ে টিকা নেন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান,সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: পার্থ সারথী রায় কাননগো, সহকারি পরিচালক ডা: বিনেন্দু ভৌমিক,আবাসিক মেডিকেল অফিসার ডা: আহমেদ ফয়সল জামান এবং স্বাস্থ্য কর্মী নার্সসহ সম্মুখ সারির করোনা যোদ্ধারা।

টিকা নিয়ে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংসদ সদস্য নেছার আহমেদ বলেন, এই টিকা অন্যান্য টিকার মতই,আমি ২৫ মিনিট হয়েছে টিকা দিয়েছি,এখন পর্যন্ত কোন প্বার্শপ্রতিক্রিয়া নেই। তিনি বলেন, আমি সম্মানিত নাগরিকদের আহবান করছি দেশ,সমাজ ও জনগণের স্বার্থে সবাই যেন নির্ভয়ে করোনার টিকা নেন।

এদিকে কনোনার টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে আগেই প্রস্তুত করা হয় মোট ৮টি বুথ। সেখানে আজ রবিবার থেকে শুরু হয়ে চলতি মাসের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২ দিন চলবে টিকাদান ও রেজিষ্ট্রেশন কার্যক্রম।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা: বিনেন্দু ভৌমিক জানান, প্রতিদিন ১ হাজার থেকে ১২শ জন ব্যক্তিকে টিকা দিতে পারবেন তারা। তবে সেক্ষেত্রে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে।

অপরদিকে মৌলভীবাজার সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ১৬জন স্বাস্থ্য কর্মীর পাশাপাশি ৩২ জন স্বেচ্ছাসেবী দ্বায়িত্ব পালন করছেন বলে কতৃপক্ষ নিশ্চিত করেছেন ।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test