E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরিবাসরে স্বেচ্ছাসেবক হত্যা 

বগুড়ায় ২ জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন 

২০২১ ফেব্রুয়ারি ০৯ ২২:৪০:৪০
বগুড়ায় ২ জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন 

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ২০১৬ সালে সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু সম্প্রদায়) হরিবাসর অনুষ্ঠানে সনাতন চন্দ্র প্রামানিক নামের এক স্বেচ্ছাসেবককে হত্যা মামলায় ২ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসরাত জাহান এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে বিপুল (২৭) ও বগুড়া শহরের সূত্রাপুরের আইনুল হকের ছেলে অরুণ (২৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজিব সরকার (৩০), রাফিউল ইসলাম রনি (২৭) ও আলম (২৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিনয় কুমার ঘোষ রজত জানান, শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম আদি কালিবাড়ি প্রাঙ্গণে ২০১৬ সালের ২ এপ্রিল সনাতন ধর্মাবলম্বীদের মহানামযজ্ঞ অনুষ্ঠান (হরিবাসর) চলছিল। সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বরত ছিলেন সনাতন চন্দ্র প্রামানিকসহ আরও কয়েক যুবক। আনুমানিক রাত ১১টার দিকে স্থানীয় কয়েকজন যুবক হরিবাসরে আগত নারীদের উত্ত্যক্ত করছিল। সনাতন চন্দ্র প্রামানিক প্রতিবাদ জানালে উত্ত্যক্তকারীরা তাকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে আহত সনাতন চন্দ্র প্রামানিককে তাৎক্ষণিক উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মুমূর্ষু সনাতন রাতেই মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা সুরথ চন্দ্র প্রামানিক শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

শাজাহানপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র কুন্ডু মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর সাক্ষীদের জবানবন্দী গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়।

(আর/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test