E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

২০১৪ আগস্ট ২৪ ১৮:২৪:৫৩
রায়পুরে বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী গাজী মোস্তফা কামাল (কাপ-পিরিচ)। রবিবার বেলা পৌনে ১১টার দিকে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। নির্বাচনে আরো প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিএনপি নেতা গাজী আব্দুল মোতালেব (চশমা) ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন গাজী (আনারস)।

বিএনপি সমর্থিত প্রার্থী গাজী মোস্তফা কামাল অভিযোগ করেন, ভোট শুরু থেকে অবৈধ ভোটে বাধা দেওয়ায় ১০টি কেন্দ্র থেকেই সকাল বেলায় তার এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালেদ হোসেন দেওয়ানের (মোটরসাইকেল) লোকজন। তাছাড়া তার কর্মী-সমর্থকদের কেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না। তাই তিনি প্রশাসনকে জানিয়ে এ নির্বাচন বর্জন করেছেন।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালেদ হোসেন দেওয়ান বলেন, শান্তিপূর্ণ নির্বাচনে পরাজয় নিশ্চিত ভেবে মিথ্যা অপপ্রচার করছে।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাছির উদ্দিন জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
(এমআরএস/এএস/আগস্ট ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test