E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাত পোহালেই ফরিদগঞ্জ ও কচুয়া পৌর নির্বাচন

২০২১ ফেব্রুয়ারি ১৩ ২২:৫৬:০৭
রাত পোহালেই ফরিদগঞ্জ ও কচুয়া পৌর নির্বাচন

চাঁদপুর প্রতিনিধি : ১৪ ফেব্রুয়ারি রোববার বিশ্ব ভালোবাসা দিবসে সারাদেশে পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত হচ্ছে ফরিদগঞ্জ ও কচুয়া পৌরসভার নির্বাচন। র‌্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সমন্বয়ে চার স্তরের কঠোর  নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসার ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ফোর্স প্রতিটি কেন্দ্রে অবস্থান করছে। ভোরে স্ট্রাইকিং ফোর্স প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিবে।

এদিকে শনিবার সকাল থেকেই পুরো পৌর এলাকায় চলছে র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল। এছাড়াও ডিবি পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক নজরদারী থাকবে নির্বাচনী এলাকায়।

কচুয়া পৌরসভায় এই প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। আর ফরিদগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ পুরানো পদ্ধতিতে তথা ব্যালট পেপারে হবে ভোটগ্রহণ। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফরিদগঞ্জ পৌরসভার ১৩ কেন্দ্রে এবং কচুয়া পৌরসভায় ৯ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ফরিদগঞ্জে ১৩ কেন্দ্রের সব কটি আর কচুয়ার ৯টি কেন্দ্রের ৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রতিটি কেন্দ্রেই রাখা হয়েছে একটি করে মোবাইল টিম। মেয়র পদে মোট ৬ জন আর কাউন্সিলর পদে (নারী ও পুরুষ) ১২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন উভয় পৌরসভায়।

কচুয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা যুবলীগ সভাপতি ও বর্তমান মেয়র নাজমুল আলম স্বপন। মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন উপজেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব প্রানজল। বিএনপি থেকে দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন দুবারের সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান। তবে কেন্দ্রগুলোতে নৌকার প্রার্থী নাজমুল আলম স্বপন ও স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব প্রানজলের পোস্টার নজর কাড়লেও বিএনপির প্রার্থী হুমায়ুন কবির প্রধানের কোনো পোস্টার দেখা যায়নি।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক জানান, নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৩ জন প্রার্থী। সংরক্ষিত ৩টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৪৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কচুয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬২৩ জন ও নারী ভোটার ৯ হাজার ৪৭৬ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের জন্যেই ৯ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৬০টি বুথের জন্যে ৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি রোববার ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। র‌্যাবের টিম ছাড়াও বিজিবির তিন ব্যাটেলিয়ান, ১১৫ জন আনসার এবং ২ শতাধিক পুলিশ সদস্য আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকবেন। ফরিদগঞ্জ পৌর নির্বাচনে মোট ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে ৩১ হাজার ৮৪ জন ভোটার আজ তাদের ভোট প্রদান করবেন। ১৩ কেন্দ্রের জন্যে ১৩ জন প্রিজাইডিং অফিসার, ৮৮টি বুথের জন্যে ৮৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৭৬ জন পোলিং অফিসার ভোট গ্রহণ কাজে নিয়োজিত থাকবেন।

নির্বাচনে ওয়ার্ড অনুযায়ী ৯টি স্ট্রাইকিং ফোর্সের সাথে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া মোবাইল টিম থাকবে আরও বেশ কয়েকটি। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, নির্বাচনের ভোটগ্রহণের জন্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী এবং ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওঃ দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১১ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৬২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বেশ ক’জন কাউন্সিলর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

(ইউ/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২১)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test