E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

২০২১ ফেব্রুয়ারি ১৫ ১৮:৪৪:৪৯
টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি : “পরিবেশ দূষণ বন্ধ করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সবুজ পৃথিবীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সামাজিক সংগঠন সবুজ পৃথিবীর সভাপতি ডা. কায়েম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ, লৌহজং নদীর সুরক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রহমান, আরপিডিও নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র ম্যানেজার মীর জালাল আহমেদ, সেবকের নির্বাহী পরিচালক নাজমুল সালেহীন, গ্রীন ক্লাবের সভাপতি মানিক শীল, ছায়াবীথির পরিচালক সাজ্জাদুর রহমান। মানববন্ধনটি পরিচালনা করেন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলায় বর্তমানে ২৮৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১২৭টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র আছে। বাকি ১৫৮টি ইটভাটা অবৈধ। এইসব অবৈধ ইটভাটাগুলো বন ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অথবা আবাসিক এলাকায় যে কারনে অবৈধ ইটভাটাগুলো পরিবেশের অনেক ক্ষতি করছে।

(আরকেপি/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test