E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে সরকারি জমি ও হালট থেকে মাটি কেটে পুকুর খননের অভিযোগ

২০২১ ফেব্রুয়ারি ২৪ ১৫:২৮:৫৭
বালিয়াকান্দিতে সরকারি জমি ও হালট থেকে মাটি কেটে পুকুর খননের অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামে সরকারী জমি ও হালট কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে। 

দক্ষিণবাড়ী গ্রামের ব্যবসায়ী সৈয়দ নুর-এ আকরাম সেভান অভিযোগ করে বলেন, দক্ষিণবাড়ী গ্রামের সৈয়দ বজলে আলী ইকবাল, সৈয়দ জাহেদ আলী এলিজ, সৈয়দ কুদরত মিয়া, সৈয়দ ডিও মিয়া সরকারী জমি ও সরকারী হালট কেটে পুকুর খনন করছে। এমন ভাবে মাটি কেটে বিক্রি করছে তাতে আশপাশে থাকা জমি ও বাড়ী বর্ষা মৌসুমে ভেঙ্গে পুকুরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরো বলেন, তাদের মাটি কর্তনের ফলে নুরনবী ও খোকনের বাড়ী ঝুকির মধ্যে রয়েছে। এছাড়াও পদমদী-জাবরকোল-সোনাপুর সড়কের পাশে পুকুর খনন করায় সড়কটি ঝুকির মধ্যে রয়েছে। কালজ্বয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স এলাকায় তাদের খননকৃত পুকুরের কারণে সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। সরকারী জমি থেকে মাটি কর্তন ও সরকারী হালট কাটার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে হালট মাটি দিয়ে বেধে দিতে বললেও তা করেনি। তাদের ইচ্ছামতো কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, যে ভাবে মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে এতে আমাদের বাড়ী বর্ষা মৌসুমে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের কিছু বললে তারা মামলা দিয়ে হয়রানীর হুমকি দিয়েছে। এ কারণে ভয়ে আমরা প্রতিবাদ করার সাহস পাই না।

এ ব্যাপারে সৈয়দ বজলে আলী ইকবাল বলেন, আমাদের নিজেদের জমিতে পুকুর খনন করছি। এতে অনেকেই বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করছে। উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test