E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

১ মার্চ থেকে দুই মাস নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ

২০২১ ফেব্রুয়ারি ২৫ ১৮:৩৫:৪৯
১ মার্চ থেকে দুই মাস নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মেঘনা ও পদ্মা নদীতে আগামী সোমবার রাত ১২টা থেকে (১ মার্চ) মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্র ঘোষণা করে দুই মাস সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞান বহাল থাকবে। এ সময় জেলে পরিবারগুলোকে খাদ্যসহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে দুই মাসের অভয়াশ্রম অভিযান সফল করার জন্য চাঁদপুর জেলা টাস্কফোর্স গঠন করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি বলেন, জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় তালিকাভুক্ত ৫১ হাজার ১৯০ জন জেলে রয়েছেন। এসব জেলেকে জাটকা নিধন থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া নদী উপকূলীয় এলাকায় সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ, মাইকিং ও মৎস্য আড়তগুলোর সামনে ব্যানার সাঁটানোর কার্যক্রম শুরু হয়েছে। মার্চ ও এপ্রিলে ওই দুই নদীতে যাতে কেউ জাল ফেলে মাছ ধরতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় অভিযান চালানো হবে। মৎস্য কার্যালয়, স্থানীয় প্রশাসন, পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ড একক বা যৌথভাবে এসব অভিযান চালাবে। নিষেধাজ্ঞা ভঙ্গ করে মেঘনা ও পদ্মায় কেউ জাল ফেলে মাছ ধরলে তাঁর বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। করা হবে জেল-জরিমানা। যেকোনো মূল্যে মেঘনায় জাটকা রক্ষার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মাছ ধরা বন্ধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসন ১ মার্চ থেকে মেঘনায় সবধরনের জাল ফেলা বন্ধ রাখার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা, জেলায় ৫২ হাজার তালিকাভুক্ত জেলে রয়েছেন। এসব জেলেকে জাটকাসহ সব ধরনের মাছ আহরণ থেকে বিরত থাকার জন্য ইতিমধ্যে সচেতনতামূলক সভা করা হয়েছে। নদী উপকূলীয় এলাকায় মাইকিং করা হয়েছে। জেলেপাড়ায় লিফলেট বিতরণ ও আড়তগুলোয় ব্যানার টানানো হবে।

এদিকে অভয়াশ্রম সময়কালীন কর্মসূচি সফল করার জন্যে জেলা টাস্কফোর্স কমিটি সভা ২৫ ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, দেশের স্বার্থে নিজের স্বার্থে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। আমি সব সময় জেলেদের পক্ষে। তাঁরাইতো নদীতে মাছ ধরবে। কিন্তু নদীতে নিষেধাজ্ঞার সময় জেলেদের মাছসহ পাওয়া যায়। তখনতো তাদের আইনের আওতায় আনতে হয়। জেলেদের ধরে শাস্তি দেওয়া হতো এবং ভ্রাম্যমাণ আদালত পর্যন্ত দেওয়া হয়। জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরবে। আর আমরা তাদের ধরে শাস্তি দেবো এমনটা আমি চাইনা। জেলেরা সরকারের সহযোগিতা পাবে আর নিয়ম মেনে মাছ ধরবে। তিনি আরো বলেন, নতুন করে জেলেদের হালনাগাদ করার সুযোগ নেই। জেলেদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে এবং প্রবাস অথবা অন্য কর্মে চলে গেছেন তাদের ব্যতীত অন্যরা সবাই সরকারের সহযোগিতা পাবেন। এছাড়া আগামী নভেম্বর মাসের মধ্যে জেলেদের হালনাগাদ করতে জেলা মৎস্য কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন। নিষেধাজ্ঞার সময় নদীতে প্রাইভেট কোন স্পিডবোর্ড চলবে না । সকলে আন্তরিক থাকলে এ অভিযান সফল করা সম্ভব।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাসিরুদ্দিন আহ্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাস, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ হযরত আলী বেপারী, হাইমচর গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, দক্ষিণ আলগী ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মাস্টার উত্তর আলগি ইউপি চেয়ারম্যান মনির হোসেন দুলাল পাটোয়ারী হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, সাধারন সম্পাদক মোঃ মানিক দেওয়ান, সিনিয়র সহ সভাপতি ও চাঁদপুর কান্ট্রি ফিসিং বোট মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক, সদর উপজেলা মৎস্যজীবী প্রতিনিধি তছলিম বেপারী, জেলা মৎস্যজীবী বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদ্দার মানিক প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ কোস্টগার্ড কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ রফিক উল্লাহ বরফ কল মালিক সমিতির নেতা সাখাওয়াত হোসেন শাকিল।

(ইউ/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test