E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই মান্নানের নির্বাচনী সভা, প্রচারণা! 

২০২১ ফেব্রুয়ারি ২৬ ১০:৫৬:০৫
বগুড়ায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই মান্নানের নির্বাচনী সভা, প্রচারণা! 

বগুড়া প্রতিনিধি : বগুড়া পৌরসভা নির্বাচনে ‘আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী’ আব্দুল মান্নান আকন্দ ওরফে ফেম মান্নানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী। সেই গ্রেফতারি পরোয়ানা নিয়েই আব্দুল মান্নান আকন্দ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার কবিতা খানমের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। নির্বাচনী প্রচারণাও চালিয়ে যাচ্ছেন পুরোদমে!

জানা যায়, বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে নির্বাচন কমিশনার কবিতা খানম বগুড়া পৌরসভা'র মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। আরো উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। উক্ত সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি, বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবদুল মতিন এবং স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩০ নভেম্বর সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বগুড়া শাখার তৎকালীন ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম বাদি হয়ে বগুড়া থানায় দুর্নীতির এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত আসামীরা পরস্পর যোগসাজসে প্রতারণা ও জালিয়াতি করে ভুয়া হিসাব সৃষ্টি করে ব্যাংকের টাকা আত্মসাত করেন। মামলা তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার তৎকালীন উপ-পরিচালক মোঃ আনোয়ারুল হক উক্ত ২ আসামী (মোঃ আব্দুল মান্নান আকন্দ এবং মোঃ রফিকুল ইসলাম) সহ ৯ জনকে অভিযুক্ত করে গত ২০১৭ সালের ৯ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। চার্জশীটে উল্লেখ করা হয় যে, আসামীরা গত ২০০৮ সালের ২৩ অক্টোবর হতে ২০১১ সালের ৩ নভেম্বরের মধ্যে ওই ব্যাংক হতে জালিয়াতি, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ সহ দুর্নীতির মাধ্যমে ৩১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার টাকা আত্মসাত করেন।

উল্লেখ্য যে, উক্ত মামলায় ২০১৬ সালের ৪ মার্চ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই বছরের ১৬ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর সাবেক ব্যবস্থাপক (বরখাস্তকৃত) রফিকুল ইসলাম ও শুকরা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আবদুল মান্নান আকন্দকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কিছুদিন কারাগারে থাকার পর জামিন পান তাঁরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি ২০২১) বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দুদকের করা ওই মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল। মামলার অন্য আট আসামি আদালতে হাজির হলেও আবদুল মান্নান হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আদালত ৯ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ দেন।

জানা যায়, অদৃশ্য কারণে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা হাতে না পাওয়ায় আব্দুল মান্নান আকন্দ নির্বিঘ্নে নির্বাচনী সভা ও প্রচার চালিয়ে যাচ্ছেন। এরআগে গত ২৪ ফেব্রুয়ারি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সন্তোষজনক জবাব না পাওয়ায় আব্দুল মান্নান আকন্দ ওরফে ফেম মান্নানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত চিঠি বগুড়া পুলিশ সুপার বরাবর প্রেরিত হয়েছে।

উল্লেখ্য যে, আব্দুল মান্নান আকন্দ ওরফে ফেম মান্নান বগুড়া পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন। নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ও আওয়ামী লীগের সিনিয়র একাধিক নেতৃবৃন্দকে ধারাবাহিক গালিগালাজসহ সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে দল থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। জেলার পরিবহন খাতের ব্যবসায়ী আবদুল মান্নান বর্তমানে জেলা ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতির পদে রয়েছেন।

(আর/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test