E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেঘনায় লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা আটক 

২০২১ ফেব্রুয়ারি ২৭ ১২:৫৭:৪২
মেঘনায় লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা আটক 

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে জাটকা নিধনবিরোধী অভিযান চালিয়ে মোহনপুর সংলগ্ন এলাকা থেকে এমভি শাকিল-৪, এমভি স্বপ্তবর্ণা-৯ ও এমভি তাসরীফ-৪ লঞ্চ থেকে ৮শ’ কেজি জাটকা মাছ আটক করেছে কোস্টগার্ড।

গতকাল ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মেঘনা নদীতে টহলরত অবস্থায় এ জাটকা আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আবদুুল মালেক।

সাংবাদিকদের তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে এমভি শাকিল-৪, এমভি স্বপ্তবর্ণা-৯ ও এমভি তাসরীফ-৪ থেকে ৮শ’ কেজি জাটকা ইলিশ আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।

তিনি আরও জানান, জাটকা ইলিশ রক্ষা করার লক্ষ্যে উপজেলাধীন আমিরাবাদ হতে ষাটনল পর্যন্ত যাতে কেউ মাছ ধরার নৌকা নিয়ে নদীতে নামতে না পারে সে লক্ষ্যে কাজ করছি। আটককৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী আবু হাসান উপস্থিত ছিলেন।

(ই্‌উ/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে জাটকা নিধনবিরোধী অভিযান চালিয়ে মোহনপুর সংলগ্ন এলাকা থেকে এমভি শাকিল-৪, এমভি স্বপ্তবর্ণা-৯ ও এমভি তাসরীফ-৪ লঞ্চ থেকে ৮শ’ কেজি জাটকা মাছ আটক করেছে কোস্টগার্ড।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test