E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দে গাদু মাতবর সাহেবের ৫৬তম ওরস মোবারক অনুষ্ঠিত

২০২১ ফেব্রুয়ারি ২৭ ১৩:২০:১৭
গোয়ালন্দে গাদু মাতবর সাহেবের ৫৬তম ওরস মোবারক অনুষ্ঠিত

এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দে মরহুম আলহাজ্ব গাদু মাতবর সাহেবের ৩ দিন ব্যাপী পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনব্যাপী এই ওরস পরিচালনা করেন মোঃ মসিউর রহমান মুসা মাস্টার। তিন দিনব্যাপী এই ওরসকে ঘিরে মাজার শরীফ এলাকায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ।মাজার প্রাঙ্গণে লাগানো হয়েছে বাড়তি সাজসজ্জা। শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন, মাজার কর্তৃপক্ষ ও ওরস পরিচালনা কমিটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

মাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া যায়।শুক্রবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইতিমধ্যেই মাজারের আশপাশ এলাকাজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা কাঠের আসবাবপত্র সহ বিভিন্ন রকমারি খাবার ও খেলনা সামগ্রীর দোকানপাট খুলেছেন। ওরস এর শেষ দিন থাকলেও মাজার প্রাঙ্গণে ক্রেতা ও দর্শনার্থীদের ও ভক্ত বৃন্দের সংখ্যা ছিল অনেক । আগত নানা বয়সী দর্শনার্থীদের নাগরদোলাও চড়তে দেখা যায়। ২৭ ফেব্রুয়ারি শনিবার বাদ ফজর আখেরী মোনাজাত অনুষ্টিত হবে এবং শিরনী বিতরনের মাধ্যমে ওরস মোবারকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে। পবিত্র ওরস মোবারক উদ্বোধন করেন গড়পাড়া দরবার শরীফের বর্তমান গদিনশিল পীর,পিরে কামেল হযরত শাহ মনোয়ার রহমান।

অন্যান্য বক্তার মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা নূর মোহাম্মদ জিহাদী, হাফেজ মোঃ আসলাম হোসাইন হাফেজ মোঃ শহিদুল ইসলাম কাদেরী, হাফেজ মোঃ ইউসুফ আলী। পবিত্র ওরস মোবারক এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা মুন্সি, চেয়ারম্যান উপজেলা পরিষদ গোয়ালন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম খান সহ-সভাপতি উপজেলা আওয়ামীলীগ, গোলজার হোসেন মৃধা সহ-সভাপতি উপজেলা আওয়ামীলীগ, মোঃ আবুল হোসেন ফকির চেয়ারম্যান উজানচর ইউনিয়ন পরিষদ, নাসির উদ্দিন রনি কাউন্সিলর ও প্যানেল মেয়র গোয়ালন্দ পৌরসভা ও সাংগঠনিক সম্পাদক গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, মোঃ সামসুদ্দিন মন্ডল সভাপতি উজানচর ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক উজানচর ইউনিয়ন আওয়ামীলীগ, মোহাম্মদ ইউনুস মোল্লা সভাপতি উপজেলা যুবলীগ।

ওরস মোবারক এর সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।

(এইচ/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test