E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় ২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

২০২১ ফেব্রুয়ারি ২৭ ১৩:২৩:২৯
কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় ২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২ ঘন্টা পর ফেরি চলাচল স্বভাবিক হয়েছে। গত রাত ৩ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।এতে দুর্ভোগে পরেছেন এ পথে যাতায়াতকারী যাত্রী ও চালকেরা।

রাত ভোর ৫ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফের ফেরি চলাচল শুরু করা হয়। এতে দৌলতদিয়া প্রান্তের ৬ নং ফেরি ঘাট ডৎরো পয়েন্ট থেকে বাংলঅদেশ হ্যাচারি ও গোয়ালন্দ মোড় এলাকার ৫ কিলোমিটার এলাকার মহাসড়কে যানবাহনের যানজট সৃষ্টি হয়। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রটে কমেছে ফেরি সংখ্যা। আগে ১৮টি ফেরি দিয়ে পারাপার করা হলেও বর্তমানে ছোট বড় সহ মোট ১৩টি ফেরি চলাচল করছে। পারের অপেক্ষায় থেকে দুর্ভোগে পরেছেন এ পথে যাতায়াতকারী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহনের যাত্রী ও চালকেরা।সবচেয়ে বেশি দেখা গেছে পন্যবাহী যানবাহন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, দুর্ঘটনা এড়াতে রাত ৩ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ভোর ৫ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।এতে মহাসড়কে যানবাহনের যানজট দেখা গেছে। তবে ফেরি গুলো ঠিকমত চলাচল করলে পারাপারে তেম সমস্যা হবেনা। বর্তমানে এ রুটে ফেরি কমে ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। কাজির হাটে নতুন নৌ-রুট চালু হওয়ায় এ নৌ-রুটের ৩টি ফেরি সেখানে পাঠানো হয়েছে।এ কারনে ফেরির সংখ্যা কমেছে এখানে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test