E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

নোয়াখালীতে মুজাক্কিরের কবর জিয়ারতে বিএমএসএফ নেতৃবৃন্দ 

২০২১ ফেব্রুয়ারি ২৭ ২২:৫৫:৫৬
নোয়াখালীতে মুজাক্কিরের কবর জিয়ারতে বিএমএসএফ নেতৃবৃন্দ 

নোয়াখালী প্রতিনিধি : সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের কবর জিয়ারত করলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

শনিবার বিকাল ৪টায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের চাপরাশিরহাট এলাকায় মুজাক্কিরের কবর জিয়ারত ও পরিবারের সাথে সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কোম্পানিগঞ্জে যান।

প্রতিনিধিদলে বিএমএসএফের সহ-সভাপতি মাহবুবুল আলম আম্বিয়া,যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর হমান মাসুদ, সহ-সম্পাদক সোহাগ আরেফিন, চট্রগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এম এ আকরাম, প্রশিক্ষণ ও গবেষনা বিষয়ক সম্পাদক আবুল হাসান বেলাল, জার্নালিস্ট শেল্টার হোমের আহবায়ক, মো. মিজানুর রশিদ মিজান, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, আবু বক্কর তালুকদার, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, কবির নেওয়াজ,সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন লন্ডনী, কেন্দ্রীয় নেতা কাজী সালাহ উদ্দিন নোমান, নোয়াখালী জেলা বিএমএসএফ এর সাবেক সভাপতি মানিক ভূঁইয়া, যুগ্ম সম্পাদাক এ আর সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক, মো. আবু বক্কর তালুকদার, কেন্দ্রীয় নেতা, মো. দীন ইসলাম।

এসময় নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, জাহাংগীর আলম লিটনসহ কোম্পানিগঞ্জ, সুবর্নচর, বসুরহাট,বেগমগঞ্জ, চাটখিল,সোনাইমুড়ি,ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের সাংবাদিকরা অংশ নেন।

নেতৃবৃন্দ মুজাক্কির হত্যার দৃষ্টান্তমূলক বিচারের জন্য সকল সাংবাদিককে সজাগ থাকার আহবান জানান। কোন ভাবে যেন হত্যাকারীরা এড়িয়ে যেতে না পারে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test