E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় সাইকেলে জলবায়ু পদযাত্রার উদ্বোধন

২০২১ মার্চ ০১ ১৬:৫১:৫৩
জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় সাইকেলে জলবায়ু পদযাত্রার উদ্বোধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত সাইকেলে জলবায়ু পদযাত্রার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদযাত্রার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান  নজরুল ইসলাম। 

একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ও সিডো,সাতক্ষীরার বাস্তবায়নে পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশিষ কুমার মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রোকনুজ্জামান।

বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মাহফুজা রুবি, কাজী হিল্লোল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত, হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। অনুষ্ঠান পরিচালনা করেন, সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। সাইকেল পদযাত্রায় ইয়ূথ কমিটির ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি বলেন, সারা বিশ্বে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ হলেও এখন জলবায়ু পরিবর্তনের কারনে ঋতুর পরিবর্তন ঘটেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে সাতক্ষীরা জেলা। জলবায়ু এ পরিবর্তন মোকাবেলায় সরকার ব্যাপক কাজ করছে। সরকারের পাশাপাশি আমাদেরও কাজ করতে হবে, সচেতন হতে হবে।

(আরকে/এসপি/মার্চ ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test