E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডুয়েটে কর্মরতদের গৃহ নির্মাণ ঋণ প্রদানের লক্ষ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর

২০২১ মার্চ ০১ ১৭:২৩:৫০
ডুয়েটে কর্মরতদের গৃহ নির্মাণ ঋণ প্রদানের লক্ষ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার, গাজীপুর : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদানের লক্ষ্যে ডুয়েট অগ্রণী ব্যাংক লিমিটেড ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগের মধ্যে একটি ত্রি-পক্ষীয় সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। 

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ অর্থ বিভাগের সভাকক্ষে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরের পাবলিকেশন কাম ইনফরমেশন দপ্তর হতে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তিতে ডুয়েটের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন, অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান স্বাক্ষর করেন। এ সময় ডুয়েটের পক্ষে স্বাক্ষী হিসেবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন এবং উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের এই শুভক্ষণে গৃহ নির্মাণ ঋণের মতো পদক্ষেপ গ্রহণের জন্য উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই যুগোপযোগী ও জনকল্যাণমুখী চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ডুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁদের নিজস্ব গৃহ নির্মাণের ক্ষেত্রে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণে সর্বনিম্ন ২০ লাখ থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। মাত্র চার শতাংশ সরল সুদে ২০ বছর মেয়াদে এই ঋণের টাকা পরিশোধ করা যাবে।

(এস/এসপি/মার্চ ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test