E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরের ৫নং ওয়ার্ডের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পরাজিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ

২০২১ মার্চ ০১ ১৮:০২:৩১
মাদারীপুরের ৫নং ওয়ার্ডের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পরাজিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের আল-জাবির হাই স্কুল কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে রবিবার রাতে প্রায় সাড়ে ৪ ঘন্টা মাদারীপুুর-শরীয়তপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে পরাজিত প্রার্থীর সমর্থকরা। এ সময় সড়কের প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও যানবাহন। 

স্থানীয়সহ একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের আল-জাবির হাই স্কুল কেন্দ্রে উট পাখি মার্কার প্রার্থী রেজাউল করিম বিজয়ী হন। এতে পাঞ্জাবি মার্কার প্রার্থী ইব্রাহিম কালুর সমর্থকরা ফলাফল কারচুপির অভিযোগ এনে নির্বাচনের সরঞ্জামসহ প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে। এসময় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই বিজিবি, র‌্যাব ও পুলিশের একাধিক দল ঘটনাস্থলে এসে প্রিজাইডিং অফিসার এবং নির্বাচনের সরঞ্জাম উদ্ধার করে।

এ সময় বিজিবি, র‌্যাব ও পুলিশের সাথে ইব্রাহিম কালুর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। পরবর্তীতে রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রার্থীর সমর্থকরা মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ সুপার নিজে অন্যান্য পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটসহ রাস্তায় অবস্থান নেন এবং শান্তিপূর্নভাবে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন।

৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইব্রাহিম কালুর সমর্থকদের দাবি, প্রিজাইডিং কর্মকর্তা প্রথমে উট পাখি মার্কার প্রার্থীকে ২১৫ ভোট ঘোষণা করেন। পরবর্তীতে এক ঘন্টা পর প্রিজাইডিং অফিসার একই প্রার্থীকে ২৯৫ ভোট পেয়েছে বলে ফলাফল ঘোষণা করেন।

৫ নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী ইব্রাহিম কালু বলেন, নির্বাচনকে কেন্দ্র থেকে মাইকে আমাদের বিজয়ী বলে ঘোষণা দেয়া হয়েছে। আমার এজেন্টের কাছে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর করা ফলাফল শীট দেয়া হয়েছে। এর কিছু সময় পরে আবার বলে আমরা হয়নি। এরফলে আমার সমর্থকরা রাস্তায় অবস্থান নেয়। সঠিক ফলাফলের জন্য আমরা নির্বাচন কমিশনে আপিল করবো।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কাউন্সিলর প্রার্থী ইব্রাহিম কালুর সমর্থকরা নির্বাচনের ফলাফল নিয়ে ভুল বুঝে সড়ক অবরোধ করেছে।

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, রবিবার মাদারীপুর সদর ও শিবচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মাদারীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের নির্বাচনী ফলাফল ঘোষণা নিয়ে একজন প্রার্থী ও তার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা ফলাফল মেনে না নিয়ে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের বুঝিয়ে আস্বস্ত করা হলে তারা রাস্তা থেকে চলে যায় এবং যান চলাচল শুরু হয়।

(এস/এসপি/মার্চ ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test