E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিজানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় সদস্যদের লাঞ্ছিত করার নিন্দা  

২০২১ মার্চ ০৩ ১৩:২৭:২২
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিজানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় সদস্যদের লাঞ্ছিত করার নিন্দা  

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির  টাকা আত্মসাৎ, সদস্যদের সাথে অসদাচরণ, সংগঠনের মধ্যে  গ্রুপিং- বিভক্তি সৃষ্টি, সংগঠন  বিরোধী কর্মকান্ড, রেজিউলেশন  বহিতে সদস্যদের স্বাক্ষরিত  সাদা পৃষ্টায় " চোরাই ভাবে মিথ্যা রেজিউলেশন " লেখার অপরাধে সাধারন সম্পাদক এজিএম মিজানুর রহমানের বিরুদ্ধে ঝালকাঠি  রিপোর্টার্স ইউনিটি র সদস্যদের  অনাস্থা প্রস্তাব ও বহিষ্কারের দাবী। সভাপতি  অনাস্থা প্রস্তাব আমলে নিয়ে তাকে সরাসরি বহিষ্কার  না করে, ভুল সংশোধনের করন দর্শানো নোটিশ জারি করেন। 

১০ ই ফেব্রুয়ারি সাধারণ সম্পাদক মিজানুর রহমান কে ব্যাক্তিগত ই মেইল , ম্যাসেঞ্জার ও একনলেজমেন্ট রেজিষ্ট্রেশন ডাকে কারন দর্শানো নোটিশে ৭ দিনের মধ্যে উল্লিখিত বিষয়ের জবাব চাওয়া হয়।

নোটিশ পেয়ে মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে সংগঠন বিরোধী কর্মকান্ড ও সংগঠনের নামে অপপ্রচার শুরু করে। মনগড়া মিথ্যা বানোয়াট একজনের কথা অপরসদস্যদের কাছে লাসার মত ছড়িয়ে বিরোধ সৃষ্টির প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তার কৃতকর্মের কারন দর্শানো নোটিশের জবাব না দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও বিভিন্ন এজেন্ডায় গত ১৭ ফেব্রুয়ারি সভা আহবান করে। কোন সদস্য তার ডাকা সভায় অংশগ্রহণ না করায় সভা ভন্ডুল হয়।

দিশেহারা হয়ে এজিএম মিজানুর রহমান কুট-কৌশল শুরু করেছে। আবারও রেজিউলেশন প্রতারনা করার পায়তারা শুরু করেছে। একটি রেজুলেশন খাতা চলমান থাকতেও অ-গঠনতান্ত্রিক ভাবে সংগঠনের অ- অনুমোদিত একটি নতুন রেজিউলেশন খাতা বানিয়েছে। তিনি তা ব্যাগে নিয়ে হাটছেন । সদস্যদের বাসায় বাসায় গিয়ে সভাপতির নির্দেশে মাসিক মিটিং ডাকা হয়েছে, মিথ্যা বলে সদস্যদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছে বলে জানিয়েছেন সহ- সভাপতি সত্যবান সেন গুপ্ত,সদস্য নজরুল ইসলাম লিটু, সদস্য সাইদুল ইসলাম বাবু, কামাল হোসেন,সহ সভাপতি মনির হোসেন, জালাল শাহ, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ আসগর আলী মল্লিক। যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান (প্রঃশি) এর কাছে রাস্তায় বসে সই চাইলে বলেন-মিটিং ডাকলে পিওন বহি তে স্বাক্ষর নিবেন, রেজিউলেশন বহিতে রাস্তায় বসে স্বাক্ষর নিচ্ছেন কেন? প্রশ্ন করলে তার সাথে বিতর্ক করে দুর্ব্যবহার করে। অপতৎপরতার খবর পেয়ে সাংগঠনিক সম্পাদক রিয়াজখান অশ্রু সভাপতি ও সকল সহকর্মীদের তার বার্তায় জানালে সাধারণ সম্পাদকের কৌশল প্রকাশ পায়। সদস্যরা জানান মিজানুর রহমান সকালের দিকে বাসায় এসে জানিয়েছেন সভাপতি র দেয়া শোকজ নোটিশের জবাব দিতে মাসিক সভা ডেকেছি --- একটা স্বাক্ষর দেন। গতকাল বুধবার বরিশালের অবস্থান কারি সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেনের বটতলাস্ত বাসভবনের সামনে দুপর ১২ টায় মটোর সাইকেলে হাজির হন। সাথে প্রবীন সাংবাদিক দুলাল সাহা ও নজরুল ইসলাম ছিলেন।

মিজান তার ব্যাগ থেকে রেজুলেশন খাতায় স্বাক্ষর করতে বলেন আলমগীর হোসেনে সাদা পাতার রেজুলেশন খাতায় স্বাক্ষর করবেন না বলে জানালে মিজান তার সাথে দুর্ব্যবহার করে এবং বটতলা বাজারের রাস্তায় বসে তেড়ে আাসে এবং উচ্চ স্বরে অশ্রব্য ভাষা ব্যবহার করে অফিসে অন্য কোন মিটিংএ না যাওয়ার হুমকি দিয়েছে বলে আলমগীর হোসেনে জানান। সিনিয়র সাংবাদিক দুলাল সাহা মিজানকে নিভৃত করে কৃতকর্মে জন্য ভৎসনা করেন। বটতলা বাজারের অসংখ্য মানুষ জড়ো হওয়ায় প্রবীন শিক্ষক কলামিষ্ট সাংবাদিক আলমগীর হোসেন তার সম্মান হানীর প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।

দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে মিজান ও নজরুল দ্রুত মটোর সাইকেলে শহরের দিকে যায়। সাংবাদিক ও মুক্তিযোদ্ধা দুলাল সাহা শিক্ষক আলমগীর কে নিরাপত্তার জন্য তার মটোর সাইকেলে চড়ে শহরে পৌছে দিয়েছেন। ঝালকাঠি রিপোর্টারস ইউনিটির সভাপতি - আসিফ সিকদার মানিক ও সকল সদস্যবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকাশ করেছে । শীঘ্রই এ ঘটনায় আইন গত কঠোর ব্যবস্থা নেয়া হবে।।

(এএম/এসপি/মার্চ ০৩, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test