E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজী পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ লাইন উদ্বোধন

২০২১ মার্চ ০৪ ১৫:০৬:০৪
সোনাগাজী পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ লাইন উদ্বোধন

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর সোনাগাজী পৌরসভায় নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনায় এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। একই সাথে এক হাজার ৪'শ বয়স্ক, বিধবা, প্রতিববন্ধী ও মাতৃত্বকালীণ ভাতাভোগিদের নগদ টাকা প্রদানের নিমিত্তে অনলাইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।

বুধবার সকালে পৌর মেয়র, এডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রকল্পের কাজের উদ্বোধন করেন ।

সংশ্লিষ্টসূত্র জানায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এক কোটি ৫৭ লাখ ৪ হাজার ৩৬৮ টাকা ব্যয়ে প্রাথমিকভাবে ১২ কিলোমিটার এলাকাজুড়ে উক্ত প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে ।

পৌর সচিব সৈয়দ মো. আবু জর গিফারীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার নাছির উদ্দিন, সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) ইয়াকুবুল ইসলাম ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুল।

বক্তব্য রাখেন, কাউন্সিলর শেখ কলিম উল্লাহ রয়েল, আইয়ুব আলী খান, সাখাওয়াত হোসেন আলাউল, মো. মোস্তফা, মো. ইয়াছিন, মণিহার বেগম ও নক্সাকার সুশান্ত কুমার পাল ।

(এনকে/এসপি/মার্চ ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test