E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পায়রা বন্দরে খাদ্যে বিষক্রিয়ায় ৫ নির্মাণ শ্রমিক হাসপাতালে 

২০২১ মার্চ ০৪ ১৬:০৯:৫৮
পায়রা বন্দরে খাদ্যে বিষক্রিয়ায় ৫ নির্মাণ শ্রমিক হাসপাতালে 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরে নির্মানাধীন প্রথম জেটিতে কর্মরত পাঁচ নির্মান শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েছে। বুধবার রাতে কাজ শেষে রাতের খাবার খেয়ে সাতজন রড কাটা শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিকরা হলেন- আব্দুর রহমান, আশিক, রেজাউল, সবুজ ও ইমন।

আহত শ্রমিকরা জানায়, রাতে খাবার খেয়ে শুয়ে পড়ার ঘন্টাখানেক পর বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এতে তারা অসুস্থ্য হয়ে পড়লে অন্য শ্রমিকরা তাদের হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে খাদ্যে বিষক্রিয়া কিংবা প্রচন্ড গরমে বদহজমে তারা অসুস্থ্য হয়ে পড়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি দেয়া হয়েছে। তারা অনেকটা আশঙ্কামুক্ত বলে জানান।

(এমকে/এসপি/মার্চ ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test