E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নদীতে, নিহত ২

২০২১ মার্চ ০৪ ২৩:৩৯:২৮
সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নদীতে, নিহত ২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ায় দু’ জনের মৃত্যু ও তিনজন গুরুতর জখম হয়েছেন । বৃহষ্পতিবার রাত সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শওকতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্যামনগর উপাজেলার গুমনতলী গ্রামের নুরুল হক মোল্লার ছেলে আরাফাত মোল্লা (২২) ও একই গ্রামের বাবুর ছেলে ইব্রাহীম হোসেন (২০)।

আহতরা হলেন, গুমানতলী গ্রামের নুরুল হুদার ছেলে ইমাম হাসান (২৩), আবুল বাসারের ছেলে সাইফুল্লাহ ও নূর হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৫)।

নিহতদের স্বজনরা জানান, বৃহষ্পতিবার বিকেলে আরাফাত মোল্লা নিজেদের প্রাইভেট কারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন। পথিমধ্যে রাত সাড়ে সাতটার দিকে শওকতনগরে প্রাইভেট কারটি ঘুরাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী চুনা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আরাফাত মোল্লা। আশঙ্কাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীম হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। নদীতে ডুবে ইমাম হাসান, সাইফুল্লাহ ও নূর হোসেনের ছেলে রবিউল ইসলাম মারাত্মক জখম হলে ইমাম হাসানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হ্সাপাতালে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আব্দুর রাজ্জাক বলেন, সাইফুল্লাহ ও রবিউল বিপদমুক্ত।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই অরাফাত ও ইব্রাহীমের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/মার্চ ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test