E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে আইনজীবীদের সংঘর্ষে আহত নারী এমপি হাসপাতালে, মামলা

২০২১ মার্চ ০৬ ২২:৪৫:৫৩
দিনাজপুরে আইনজীবীদের সংঘর্ষে আহত নারী এমপি হাসপাতালে, মামলা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩০ ঘন্টা পর  হাসপাতালে ভর্তি হয়েছেন আইনজীবী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।

অন্যদিকে এ সংঘর্ষের ঘটনায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রসঙ্গতঃ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৪ টা পর্যন্ত আইনজীবী সমিতির কমিটির মেয়াদ বাড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ছিলেন,জাকিয়া তাবাসসুম জুঁই এমপি। সেই সংঘর্ষে তিনি আহত হয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন এমপি জুঁইকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে দেখতে যান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তিনি বলেন, গত বৃহস্পতিবার আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এমপি জুঁই মাথায় আঘাত পেয়েছেন। বিষয়টি তাৎক্ষণিক বুঝতে না পারলেও ধীরে ধীরে মাথা ও পিঠে ব্যথা অনুভব করতে শুরু করেন তিনি।একবার বমিও করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান,এডভোকেট সাইফুল ইসলাম।

জুঁই এমপির শারীরিক অবস্থার বিষয়ে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)পারভেজ সোহেল রানা বলেন, তিনি মাথা ও পিঠে ব্যথা নিয়ে নিজে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে। শ্বাসকষ্টের কারণে অক্সিজেন দেওয়া হয়েছে। এক্স-রেসহ অন্যান্য পরীক্ষা শেষে বাকিটা বলা যাবে। এনিয়ে মেডিকেল বোর্ড গঠনের প্রস্তুতি চলছে।

এদিকে আইনজীবী সমিতির সংঘর্ষের ঘটনায় বর্তমান কমিটির সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল ইসলামসহ ২৬ জনের নাম এবং আরও ৩০/৩৫ জন অজ্ঞাত ব্যক্তির উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেছেন সংঘর্ষে আহত আইনজীবী সারওয়ার আহমেদ বাবু।

শুক্রবার রাতে করা মামলার বিষয়টি আজ শনিবার নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির বর্তমান কমিটি তাদের মেয়াদ বৃদ্ধি, পূর্বের কমিটির আর্থিক অনিয়মসহ ৯টি আলোচ্য বিষয় নিয়ে সাধারণ সভা ডাকে। সভা চলাকালে পূর্বের কমিটির নেতাদের মতপার্থক্যের ফলে এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত আগত হয় ১২ জন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(এস/এসপি/মার্চ ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test