E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন

২০২১ মার্চ ০৮ ১৮:১৪:২৭
বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে মাসাধিককাল আটকে রেখে ধর্ষণ করায় রুবেল (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রবিবার (৮ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে জেলা জজ এম আলী আহমদ এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিত রুবেল রাজশাহী জেলার মোহনপুর থানার আতা নারায়ণপুর গ্রামের সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে।

মামলার রায় বিবরণী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মনিরাজপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রী (১৬) জাহেদা শফির মহিলা কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়তেন। তাদের দুঃসম্পর্কের আত্মীয় রুবেল রাজশাহী থেকে মাঝেমধ্যে এখানে বেড়াতে আসতেন। এরমধ্যে রুবেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই ছাত্রীর। রুবেল ২০০৯ সালের ৫ আগস্ট তাদের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সকালে বাড়ি থেকে বিদায় নেওয়ার কিছুক্ষণ পর ওই ছাত্রীও কেনাকাটার জন্য শহরের কথাকলি মার্কেটে যান। তারপর রুবেলের গ্রামের বাড়িতে চলে যান তারা। রুবেল তাকে বিয়ে না করে নিজবাড়িসহ আত্মীয়স্বজনের বাড়িতে মাসাধিককাল আটকে রেখে ধর্ষণ করেন।

এ ঘটনায় ওই বছরের ১২ আগস্ট জামালপুর সদর থানায় একটি অপহরণ মামলা করেন ধর্ষণের শিকার ছাত্রীটির মা। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যায়। মাসাধিককাল পর রুবেলের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। সেই সঙ্গে রুবেলকেও গ্রেপ্তার করা হয়।

সেই মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ছিলেন আইনজীবী মো. আকরাম হোসেন এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন জাহিদ আনোয়ার।

(আরআর/এসপি/মার্চ ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test