E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছোট ভাইয়ের হত্যাকারী বড় ভাইয়ের আত্মহত্যা

২০২১ মার্চ ০৯ ১৫:০৫:২০
ছোট ভাইয়ের হত্যাকারী বড় ভাইয়ের আত্মহত্যা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া বড় ভাই শাহজাহান মল্লিক গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো- বাটরা গ্রামের পরেশ রায় চৌধুরীর আম বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

নির্মাণ শ্রমিক সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন জগদানন্দকাটি গ্রামের আব্দুল মজিদ মল্লিক জানান, তার বড় ছেলে শাহজাহান মল্লিক রোববার রাতে বাড়ির গেটে ছোট ভাই মন্তেজ মল্লিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার মন্তেজের স্ত্রী পিয়া বেগম বাদি হয়ে শাহজাহানসহ তিনজনের নাম উল্লেখ করে পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

শাহজাহানকে ধরার জন্য পুলিশ তার শ্বশুরবাড়ি নগরঘাটার শুকুর আলী বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। শাহজাহানের প্রথম স্ত্রী হীরা বেগম তার এক মাত্র ছেলে এবারের এসএসসি পরীক্ষার্ধী সুমন মল্লিককে নিয়ে তার কাছে থাকে। ত দের খরচ খরচা শাহজাহান বহন করে না। দ্বিতীয় স্ত্রী নাহার বেগমের রিপন নামের একটি ছেলে আছে। মঙ্গলবার সকালে তিনি মোবাইল ফোনে খবর পান যে ছেলে শাহজাহান কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামের পরেশ রায় চৌধুরীর আমবাগানে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো- বাটরা গ্রামের সুদেব গুপ্তর স্ত্রী সুচিত্রা শীল জানান, মঙ্গলবার ভোরে পরেশ রায় চৌধুরীর আমবাগানে যেয়ে এক ব্যক্তিকে গলায় ওড়না পেচিয়ে ঝুলে থাকতে দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জ্ঞান ফিরলে বিষয়টি ইউপি সদস্য বজলুর রহমানকে অবহিত করেন।

জয়নগর ইউপি সদস্য বজলুর রহমান বলেন, তার কাছে খবর পেয়ে সকাল ১০ টার দিকে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল আলম ও খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তৌফিক টিপু ঘটনাস্থলে এসে মৃতের লাশ উদ্ধার করেন।

খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তৌফিক টিপু জানান, পরেশ রায় চৌধুরীর আমাবাগান থেকে গলায় ওড়না জড়িয়ে আত্মহননকারি নাম শাহজাহান মল্লিক। তার পরনে নীল রং এর জিন্টস এর প্যান্ট ছিল। গায়ে ছিল ফুল হাতা জামা। তার পকেটে থাকা মানি ব্যাগ থেকে পাওয়া যাওয়া ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাকে সনাক্ত করা যায়। সে তার ছোট ভাই মন্তেজ মল্লিক হত্যা মামলার আসামী। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

(আরকে/এসপি/মার্চ ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test