E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সুবর্ণচর উপজেলা নির্বাচন কমিশন অফিস ঘেরাও 

২০২১ মার্চ ১১ ১৬:০৯:৫৭
অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সুবর্ণচর উপজেলা নির্বাচন কমিশন অফিস ঘেরাও 

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণচর উপজেলা নির্বাচন কমিশনের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ ঘুষ লেনদেনের মাধ্যমে এক মেস্বার প্রার্থীর অবর্তমানে তাকে অন্য ওয়ার্ডে ভোটার ট্রান্সফার করার প্রতিবাদে সুবর্ণচর উপজেলা নির্বাচন কমিশন অফিস ঘেরাও  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুই বারের মেস্বার প্রার্থী সিরাজ এবং তার সমর্থকরা।

বৃহস্পতিবার সকাল ১০ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সিরাজের সমর্থক ও এলাকাবাসী উপজেলা মাঠে বিদ্রুপ স্লোগান দিতে থাকে।

এসময় বিক্ষোভকারিরা সুবর্ণচর উপজেলা নির্বাচন কমিশনের অসাধু কর্তকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নিতে নোয়াখালী জেলা প্রশাসক ও নোয়াখালী জেলা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে।

পরে সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ৫ দিনের মধ্যে ভূল সংশোধনী করার আস্বাস দিলে মাঠ ছাড়ে তারা।
সকাল ১০ টা থেকে প্রতিবাদকারির বিক্ষোভকারিরা ভূতুড়ে ভোটার ট্রান্সফার, জাতীয় পরিচয় পত্রে বানানে ভূল, সংশোধনী করতে হয়রানিসহ নির্বাচন কমিশনের নানা অনিয়ম তুলে ধরেন তারা।

ভুক্তভোগী সিরাজ অভিযোগ করে বলেন, " তিনি ২০১১ সালে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে প্রতিদন্ধীকরে ভোট করেন, ২০১৬ সালে আবারো পূনরায় ভোট করেন তখন তার প্রতিদন্ধীর অনুরোধে তিনি ভোট থেকে সরে আসেন আসন্ন ইউপি নির্বাচন ২০২১ এই নির্বাচনে তিনি ভোট করার ঘোষনা দেন, সম্প্রতি তিনি তার প্রার্থীতার বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাচন কমিশনে কাগজ পত্র জমা দিতে আসলে দেখতে পারেন তাকে চরক্লার্ক ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ভোটার ট্রান্সফার করা হয়েছে। তিনি যেন ৮ নং ওয়ার্ড থেকে প্রার্থী হতে না পারে সে জন্য তার প্রতিপক্ষ মোটা অংকের টাকার বিনিময়ে নির্বাচন কমিশনের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে তাকে ভোটার ট্রান্সফার করে"

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাচন কমিশের সদ্য যোগদান কৃত কর্মকর্তা (রিটার্নিং অফিসার) বিমলেন্দু পাল বলেন " আজকে বিকেলে আমি এখানে জয়েন করবো, যেহেতু আমি আগে এখানে ছিলাম না কি হয়েছে সেটা আমার জানা নেই, এ ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্দ করে ব্যাবস্থা নিবো, এবং সিরাজ সাহেব যাতে ভোট করতে পারে আমি সেজন্য আমি অতিদ্রুক বিষয়ে ব্যবস্থা গ্রহন করবো"।

পরে তিনি বিক্ষোভ কারিদের কাছে ৫ দিন সময় চেয়ে তাদেরকে আস্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সবাইকে বিদায় করেন।

এ বিষয়ে জানতে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভেন এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন "বিষয়টি আমি শুনেছি, সিরাজের সাথে আমার গতকাল কথা হয়েছে আমি তাকে নির্বাচন কমিশন অফিসে যেতে বলেছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

(এস/এসপি/মার্চ ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test