E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেনী জেলায় এক মাসে করোনার টিকা নিয়েছেন ৪৫ হাজার ৬৫ জন

২০২১ মার্চ ১১ ১৯:৪৪:১৫
ফেনী জেলায় এক মাসে করোনার টিকা নিয়েছেন ৪৫ হাজার ৬৫ জন

ফেনী প্রতিনিধি : ফেনীর ৬টি উপজেলায় ১০ মার্চ পর্যন্ত গত এক মাসে ৪৫ হাজার ৬৫ জন করোনার টিকা নিয়েছেন, তার মধ্যে ২৮ হাজার ৩০৯ জন পুরুষ ও ১৬ হাজার ৭৫৬ জন মহিলা ।

ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ফেনী সদরে সর্বোচ্চ ২২ হাজার ৬১৪ জন টিকা নিয়েছেন, এর মধ্যে ১৪ হাজার ১০১ জন পুরুষ ও ৮ হাজার ৫১৩ জন মহিলা । অপরদিকে দাগনভূঞা উপজেলায় ৫ হাজার ২৮৪ জন পুরুষ ও ৩ হাজার ৬৯ জন মহিলা টিকা নিয়েছেন । সোনাগাজী উপজেলায় ৪ হাজার ৯১৫ জন টিকা নিয়েছেন, তার মধ্যে পুরুষের সংখ্যা ৩ হাজার ৯৪ জন এবং মহিলা ১ হাজার ৮২১ জন । ছাগলনাইয়া উপজেলায় মোট টিকা নিয়েছে ৪ হাজার ৭২ জন । ফুলগাজীতে ৩ হাজার ২৪৩ জন এবং পরশুরাম উপজেলায় ১ হাজার ৯৩৯ জন টিকা নিয়েছেন ।

ফেনীর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ আবু ইউছুপ জানান, টিকা গ্রহীতাদের মধ্যে ২৬ জনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে । টিকা গ্রহণের পর হালকা জ্বর, ব্যথা, কারো কারো শরীরে এলার্জিও দেখা গেছে, তবে সকলেই সুস্থ রয়েছেন ।

(এন/এসপি/মার্চ ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test