E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পিতাকে কিল ঘুষি লাথি মেরে হত্যা, পুত্রের ফাঁসি

২০২১ মার্চ ১৪ ১৫:১৭:৩২
পিতাকে কিল ঘুষি লাথি মেরে হত্যা, পুত্রের ফাঁসি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জমি নিয়ে দ্বন্দ্বে পিতাকে কিল ঘুষি ও লাথি মেরে হত্যার দায়ে পুত্র সবুজ মিয়া (৪১) কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৪ মার্চ) দুপুরে জামালপুরের দায়রা জজ আদালতে বিচারক মো. জুলফিকার আলী খাঁন মামলার রায়ে এ মৃত্যুদণ্ড ঘোষণা করেন।

মামলার রায়ে একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবুজ মিয়া জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা শাহবাজপুর গ্রামের ইমান আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্মল কান্তি ভদ্র জানান, পিতা ইমান আলীর (৮০) সাথে জমিজমার অংশ নিয়ে দ্বিতীয় পুত্র সবুজ মিয়ার দীর্ঘদিন ধরে সাংসারিক দ্বন্দ্ব চলছিল। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইমান আলী বাড়ির অদূরে ক্ষেত দেখতে গেলে সেখানে গিয়ে জমি লিখে দেবার জন্য পিতার সাথে ঝগড়া বাঁধান সবুজ মিয়া। জমি লিখে দিতে অস্বীকার করলে পিতাকে কিল ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন তিনি। পিতার আর্ত চিৎকারে বড় ছেলে বাদল মিয়া স্থানীয়দের সহযোগিতায় পিতাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাবার পথে মৃত্যু হয়।

এ ঘটনায় বাদল মিয়া বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সবুজ মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন আদালত।

বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. আশরাফুল হোসাইন সোহাগ।

(আরআর/এসপি/মার্চ ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test