E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর বিএনপির দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১

২০১৪ আগস্ট ২৬ ২০:৩৮:৫৬
নওগাঁর বিএনপির দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির কাউন্সিল করা নিয়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১ জন আহত হয়েছে। চরম উত্তেজনার মধ্যে দুই পক্ষ পৃথক সমাবেশ করে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে। বিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে উপজেলা বিএনপির দুই গ্রুপের ত্রি-বার্ষিক কাউন্সিল ও পৃথক কমিটি গঠন হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা।

এদিন দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির এক গ্রুপের আহবায়ক জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আলহাজ্ব আখতার হামিদ সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিকী নান্নু। সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য জালাল আহমেদ বকুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ পৌর মেয়র নাজমুল হক সনি প্রমুখ। সেখানে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আলহাজ্ব আখতার হামিদ সিদ্দিকীকে সভাপতি, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আঃ সাত্তার নান্নুকে সাধারণ সম্পাক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অপরদিকে বিএনপির আরেক গ্রুপের নেতৃত্বদানকারী ফজলে হুদা বাবুলের নেতাকর্মীরা নির্বাচন ছাড়া ওই পকেট কমিটি ঘোষণার প্রতিবাদ জানালে সাবেক ডেপুটি স্পীকারের পক্ষের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মতিউর রহমান মতি নামে এক বিএনপি কর্মী আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এদিকে ওই পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফজলে হুদা বাবুলের সমর্থকরা এদিন বিকেল সাড়ে ৫টায় মহাদেবপুর প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা করে সেখানে উপজেলা বিএনপির পাল্টা কমিটি ঘোষণা করেছে। জাসাস নেতা আঃ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা চান্দাস ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার, রবিউল আলম বুলেট, সুলতান মামুনুর রশিদ, হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আঃ মতিন, এনামুল হক সরদার, আঃ সামাদ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে চান্দাস ইউপি চেয়ারম্যান আঃ সাত্তারকে সভাপতি, মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক এবং আঃ মতিনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মহাদেবপুর উপজেলা বিএনপির পাল্টা কমিটি ঘোষণা করা হয়। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাদেবপুরে বিএনপির দুই গ্রুপে টান টান উত্তেজনা বিরাজ করছিল।

(বিএম/এটিআর/আগস্ট ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test