E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে জাতির পিতার জন্মদিন পালন 

২০২১ মার্চ ১৭ ১৪:৩০:২০
নীলফামারীতে জাতির পিতার জন্মদিন পালন 

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে নানান কর্মসূচীর মাধ্যমে নীলফামারীতে পালন করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারী দফতর, জেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নানান আয়োজনে দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।

সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা হয় । সরকারি ও বেসরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান ।

এছাড়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বঙ্গবন্ধু পরিষদ, জেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা স্কাউটস, জেলা রোভার স্কাউটস ও সামাজিক সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন পুষ্পমাল্য অর্পণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পপমাল্য অর্পণ শেষে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি সুশৃঙ্খল র্যা লী শহর প্রদক্ষিণ করে।

শিশুদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী । শহরের ডিসি গার্ডেনে এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদসহ পুলিশ সুপার মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন ।

সরকারি ভাবে দিনব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । এছাড়াও দিনব্যাপি কর্মসূচীতে জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ৭ই মার্চে প্রদত্ত ভাষণ প্রচার, আলোচকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর ডকুমেন্টারি প্রদর্শনী, মুক্তিযুদ্ধ চলচ্চিত্র প্রদর্শনী, শিশু একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্যের আয়োজন করেছে।

(ওএস/এসপি/মার্চ ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test