E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন 

২০২১ মার্চ ১৭ ১৪:৫১:৩৭
ধামরাইয়ে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন 

ধামরাই প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর শত তম জন্ম শত বার্ষিবর্কীতে ধামরাই পৌর চত্তরে বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতিতে এমপি বেনজীর আহমদ ও মেয়র গোলাম কবীর নেতা কর্মীদের সাথে নিয়ে পূস্পস্তবক অর্পণ করেন।

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের ১০০ তম জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ধামরাই পৌর প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে রচনা,চিত্রাংকন প্রতিযোগিতা ও কেক কেটে উদ্যাপন করেছে জাতির জনক বঙ্গবন্ধুর শত তম জন্ম শত বার্ষিবর্কী। মেয়র কবীর এমপি বেনজীর সহ অন্যাদের কেক খাইয়ে দেন।

বুধবার সকাল সাড়ে নটায় ধামরাই পৌর চত্তরে ৩০০ শতাধিক শিশু-কিশোরদের নিয়ে রচনা,চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেয়র গোলাম কবীর সহ চিত্রাংকন প্রতিযোগিার উদ্ধোধন করে এমপি বেনজীর আহমদ।

এর আগে মুজিব শতবর্ষে ধামরাই সরকারী হাসপাতালে আলোচনা সভা ও কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর শত তম জন্ম শত বার্ষিবর্কী পালন করেছে।কেক কাটার পর হাসপাতালের ৩য় তলায় বিভিন্ন ওর্য়াডে রোগীদের সেবা বৃদ্ধির জন্য পৌর মেয়র গোলাম কবীর ২০ সিলিং ফ্যান প্রদান করেন । এপি ব্নেজীর আহমদ এর উদ্ধোধন করেন ও রোগীদের খোজ খবর নেন।এসময় মেডিব্যাল প্রধনি ডাঃ নূর রিফাত আরা সহ অন্যান্য চিকিৎসক ও ষ্টাফরা উপস্থিত ছিলেন।

এরপর বুধবার সকাল ১১ টায় ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে কেক কেটে উদযাপন করেছে বঙ্গ বন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

(ডিসিপি/এসপি/মার্চ ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test