E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

২০২১ মার্চ ১৭ ১৫:০৯:৫৬
রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁও রাণীশংকৈলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে যথাযথযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বে-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন উপজেলা পরিষদ আলোকসজ্জা ৩১বার তোপধ্বনি বঙ্গবন্ধু’র ম্যুরালে উপজেলা পরিষদসহ সকল ইউনিয়ন পরিষদের পুষ্পস্তবক অর্পণসহ কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক সুচনা শুরু করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা’লীগ থানা পুলিশ প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ করেন।

এছাড়াও সরকারী হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন বিশেষ মোনাজাত ও আতশবাজির আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষাথীদের মাঝে রচনা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী পৌর মেয়র মোস্তাফিজুর রহমান উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সইদুল হক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম উপজেলা আ’লীগের সম্পাদক তাজউদ্দীন প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার মহিলা আ’লীগের সম্পাদক ফরিদা ইয়াসমিন মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) কুশমত আলী বক্তব্য রাখেন।

(কেএস/এসপি/মার্চ ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test