E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বগুড়ায় জাতির পিতার জন্মদিন পালন

২০২১ মার্চ ১৭ ১৬:১৩:৪২
বগুড়ায় জাতির পিতার জন্মদিন পালন

বগুড়া প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুষ্ঠানের সার্বিক তথ্য জানানো হয়।

বুধবার (১৭ মার্চ) সকাল ৮ টায় জাতীয় পতাকা ও মুজিবশত বর্ষের লোগো সংবলিত পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের শুভ সূচনা হয়।

পতাকা উত্তোলনের পর জাতির জনকের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রাবেয়া খাতুনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এরপর প্রধান শিক্ষকের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, ডা. এসএম মিল্লাত হোসেন।

আরো উপস্থিত ছিলেন- প্রভাতি শাখার সহকারি প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম; দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক উম্মে ইয়াকুত আরা ফেরদৌস; বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রাবেয়া খাতুন। মূল্যবান বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের অংশবিশেষ পাঠ করেন অত্র বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী নাজিরা রহমান। দিবসটি উপলক্ষে দুটি দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। প্রভাতি শাখার দেয়ালিকার নাম ‘তুমি মুজিব তুমি অম্লান’, দেয়ালিকা সম্পাদনার নেতৃত্বে ছিলেন ১০ম শ্রেণির ছাত্রী রিফা বিনতে মাহবুব।

দিবাশাখার দেয়ালিকার নাম “চির শিশু মুজিব”, দেয়ালিকা সম্পাদনার নেতৃত্বে ছিলেন ৯ম শ্রেণির ছাত্রী বুশরা-ই-জাহান। আয়োজিত অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল- কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল বারী, ফারহানা আফরোজ ও রাজিয়া সুলতানা। অনুষ্ঠানের শেষ অংশে সভাপতির সমাপনী বক্তব্যের পর বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ফাইজুর রহমান-এর পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয় ।

(আর/এসপি/মার্চ ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test