E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে বিএডিসি প্রকল্প পরিচালকের গম বীজ স্কীম পরিদর্শন

২০২১ মার্চ ২০ ১৫:৫৪:২৬
ঠাকুরগাঁওয়ে বিএডিসি প্রকল্প পরিচালকের গম বীজ স্কীম পরিদর্শন

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : গম উৎপাদনে দেশের অন্যতম জেলা ঠাকুরগাঁও । তাই গম বীজ উৎপাদনেও এগিয়ে উত্তরের এ জেলা। উন্নতমানের গম বীজ উৎপাদনের লক্ষ্যে এবং কৃষকসেবা পর্যবেক্ষণের জন্য ঠাকুরগাঁওয়ে গম বীজ স্কীম পরিদর্শন করেছেন বিএডিসি’র প্রকল্প পরিচালক (বীউ) ঢাকা দেবদাস সাহা।

শনিবার সকালে তিনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিএডিসি’র আওতাভুক্ত কৃষকদের গম বীজ উপাদনের স্কীম পরিদর্শন করেন।

পরিদর্শণকালে তার সাথে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও শীবগঞ্জ বিএডিসি (বী উ) এর উপ-পরিচালক তাজুল ইসলাম ভূঁঞা, সহকারী পরিচালক শ্যামল চন্দ্র দেবনাথ, উপ- সহকারী পরিচালক জনাথন রাসেল টপ্প, কৃষক আব্দুর রায়হান এবং আহসান হাবীব বুলবুল।

এসময় কৃষকরা জানান, আমাদের একর প্রতি গম বীজ উৎপাদন হয় ১৮শ থেকে ২ হাজার কেজি। কিন্তু বিএডিসি আমাদের থেকে নেয় মাত্র ৮শ কেজি। এতে আমরা ক্ষতিগ্রস্থ হই। বীজের মূল্যও সঠিক সময়ে পাইনা এবং বাজার মূল্যের চেয়েও তুলনামূলক কম মূল্য পাই। সময়মত টাকা পেলে আমরা কৃষকরা উপকৃত হই ।

পরিদর্শণ শেষে বিএডিসি’র প্রকল্প পরিচালক (বীউ) ঢাকা দেবদাস সাহা জানান, এ অঞ্চলের আবহাওয়া গম বীজ উৎপাদনের ক্ষেত্রে বেশ উপযোগী এবং এখানকার উৎপাদিত বীজের মানও ভালো। স্কীম পরিদশণকালে কৃষকদের বিভিন্ন অভিযোগ শুনেন এবং সব সমস্যারই দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। প্রদর্শিত বীজ স্কীমের মান সন্তোষজনক হওয়ায় আগামীতে এ অঞ্চলে বীজ গম সংগ্রহের স্কীমের পরিমান বাড়ানো হবে বলেও তিনি জানান।

(আই/এসপি/মার্চ ২০, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test