E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে জাতির পিতার প্রতি নিবেদিত কবিতার ‘আবৃত্তি’ অনুষ্ঠিত

২০২১ মার্চ ২০ ১৬:২৪:৪৫
লক্ষ্মীপুরে জাতির পিতার প্রতি নিবেদিত কবিতার ‘আবৃত্তি’ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে ১৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলার কালেক্টরেট ভবন প্রাঙ্গণের মুক্ত মঞ্চে জাতির পিতার প্রতি নিবেদিত কবিতার এক "আবৃত্তি" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এরআগে এ উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।

লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও লক্ষ্মীপুর আবৃত্তি সংসদের সভাপতি প্রফেসর মাইন উদ্দিন পাঠান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক -সার্বিক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মুহঃ মাহতাবউদ্দিন আরজু।

জেলা প্রশাসনের কর্মকর্তা, লক্ষ্মীপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ও প্রতিনিধিগণসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মী -সাংবাদিক উপস্থিত ছিলেন।

আবৃত্তি অনুষ্ঠানে ১২ জন আবৃত্তি শিল্পী আবৃত্তি পরিবেশন করেন। তারা হলেন, আফরিদা তাহসিন হৃদিতা, সুলতানা মাসুমা বানু, হোসনে আরা ফেরদাউস কানন, রাফি নাহিদ, ফাহমিদা মাহবুব রুপা, ফাহমিদা আক্তার প্রমি, ফারুক হোসেন শিহাব, মাসুম জুলকারনাইন, স্বপ্নীল, আরমান ইফান, খন্দকার শহীদ উল্লা, মাইন উদ্দিন পাঠান।

উদ্বোধনী সভায় বক্তাগণ বলেন, আবৃত্তি কবিতার আবেদন প্রকাশ করে। আবৃত্তি শিল্পীরা কবিতাকে প্রসিদ্ধ করে। বঙ্গবন্ধুকে নিয়ে যতো কবিতা হয়েছে অন্য কাউকে নিয়ে এতো কবিতা লেখা হয়নি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষন একটি অমর কবিতা। তার ভাষনের প্রতিটি কথা ছিল শ্রুতিমধুর।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বলেন, আমরা ধারনা করেছিলাম এখানে বাহিরের জেলার আবৃত্তিকারও আছেন। পরে জানতে পারলাম সবাই আমাদের জেলার।

'মুজিব শতবর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটি'র সাংস্কৃতিক উপ-কমিটির ওয়ার্কিং কমিটির আয়োজনে এবং 'বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদে'র সহযোগিতায় দেশের সকল জেলায় একযোগে জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তির অংশ হিসেবে 'লক্ষ্মীপুর আবৃত্তি সংসদ' এ আবৃত্তি অনুষ্ঠান পরিবেশন করে।

(এস/এসপি/মার্চ ২০, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test